Papiya Paul

দোয়ার পর লতা মঙ্গেশকরের মরদেহে থুতু ছেটাননি শাহরুখ! তাহলে ঠিক কি করছিলেন? জানুন সত্যিটা

ছেলে আরিয়ানের কুকীর্তি সামনে আসার পর থেকে জনসমক্ষে খুব একটা দেখতে পাওয়া যায় না শাহরুখ খানকে(Shahrukh Khan)। তাই লতা মঙ্গেশকারের শেষকৃত্যে যে তিনি উপস্থিত হবেন এটা দেখে কার্যত অবাক হয়েছেন সকলেই। রবিবার শিবাজী পার্কে তার ব্যক্তিগত ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে লতা মঙ্গেশকারকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন শাহরুখ খান।

   

চমকের বিষয় এই যে সময়ের অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন বাদশা। সব সময় সব জায়গাতে দেরি করে পৌঁছানোর জন্য যিনি কুখ্যাত তিনি কি না ধৈর্যের সঙ্গে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন তাঁর প্রিয় লতা দিদির জন্য। শাহরুখের ক্যারিয়ারে প্রচুর সিনেমায় গান গেয়েছিলেন লতাজি। ব্যক্তিগত জীবনে তার সঙ্গে শাহরুখের খুব ভালো সম্পর্ক ছিল। একসঙ্গে ক্রিকেট খেলা দেখতে দেখা গিয়েছে দুজনকে। ব্যক্তিগত জীবনে খুব ধার্মিক মানুষ শাহরুখ খান। এদিন ধর্মীয় আচার মেনেই শেষ শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

একদিকে তিনি আল্লাহর কাছে লতা মঙ্গেশকারের জন্য দোয়া করছেন। আর অন্যদিকে তার ম্যানেজার যিনি হিন্দু তিনি জোড়হাতে প্রার্থনা করছেন। রবিবার এই সুন্দর ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্যে কেউ কেউ লেখেন, “লতা মঙ্গেশকর গেয়েছিলেন, ‘ঈশ্বর আল্লা তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান’, ‘হে ঈশ্বর ইয়া আল্লা এ পুকার শুন লে”। শাহরুখের এই আচরণে আবেগে ভেসেছেন নেটিজেনরা। তবে আবার এই মুসলিম আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

দোয়া করার পর শাহরুখ মাস্ক নামিয়ে কিছু একটা করছেন এরকম ছবি দেখা যায়। এরপরে এক বিজেপি নেতা দাবি করেছেন যে লতার মরদেহে থুতু ছিটিয়েছেন শাহরুখ খান। আসলে এরকম কিছুই ঘটেনি। শাহরুখ যা করেছেন তা মুসলিম আচারের একটি অংশ। মুসলিম প্রথা অনুযায়ী কোন আপন জনের মৃত্যু হলে তারা ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করেন। আর কোরান থেকে আয়াত পাঠ করেন। এর সাথেই সেই মানুষের আত্মার শান্তি কামনা করেন। সেই আচার অনুযায়ী ফুঁ দেন তারা। শাহরুখ খানও সেই একই কাজ করেছেন। তবে আসল বিষয় না জেনেই বিতর্ক শুরু হয়েছে।