লখনউকে হারিয়ে দলের দুই তরুণ ক্রিকেটারের প্রশংসা পঞ্চমুখ বেঙ্গালুরু অধিনায়ক ডুপ্লেসি

বুধবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসকে টানটান উত্তেজনা পূর্ন ম্যাচে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই জয়ের ফলে আইপিএলের ফাইনালে ওঠার আরও একটা সুযোগ পেয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

এই ম্যাচ জিতে খুবই খুশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ম্যাচ জেতার পুরো কৃতিত্বই দিলেন দলের দুই তরুণ ক্রিকেটারকে।

ম্যাচ জিতে রজত পাতিদারকে প্রশংসায় ভরিয়ে দিলেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। ডুপ্লেসির মতে তরুণ এই ক্রিকেটারের শতরানের জেরেই জিতেছে বেঙ্গালুরু। ডুপ্লেসি বলেছেন, “আজ সত্যিই একটা বিশেষ দিন। রজত যে ভাবে খেলেছে, তাতে বলে বোঝানো যাবে না কতটা ভাল লাগছে। এলিমিনেটরের মতো ম্যাচে এমনিতেই চাপ থাকে। কিন্তু ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি সামলে দিয়েছে ও। ওর হাতে সব ধরনের শট রয়েছে। যখনই ও আক্রমণাত্মক খেলে, তখনই বিপক্ষ চাপে পড়ে যায়।”
এছাড়া হর্ষল প্যাটেলের প্রশংসা করে ডুপ্লেসি বলেন, “চাপের মুখে বল করায় ওর কোনও জুড়ি নেই। গুরুত্বপূর্ণ ম্যাচে এর আগেও উতরে দিয়েছে। আজও সেটাই করল।”

Avatar

Koushik Dutta

X