Arijit

আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে ক্রিজ থেকে বেরিয়ে সততার পরিচয় দিলেন ফখর জমান

ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি উন্মাদনা। দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পৃথিবীর যে প্রান্তেই একে অপরের মুখোমুখি হোক না কেন বিশ্ব ক্রিকেটের নজর থাকে সেই ম্যাচের দিকে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো খেলার পাশাপাশি সততা দেখিয়ে সারা বিশ্বের মন জয় করে নিলেন পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান।

   

এইদিন পাক অধিনায়ক বাবর আজম আউট হয়ে যাওয়ার পর ক্রিজে আসেন ফখর জামান। বোলিং করতে আসেন আবেশ খান। আবেশ খানের একটি বল হঠাৎ বাড়তি বাউন্স পেয়ে ফখর জামানের ব্যাটে লেগে ক্যাচ হয় দীনেশ কার্তিকের হাতে। সেই বল আদৌ ফখরের ব্যাটে লেগেছে কি না তা নিয়ে সংশয় দেখা গেল ভারতের ক্রিকেটারদের মধ্যেই। কেউ সে ভাবে আবেদনও করেননি। কিন্তু ফখর নিজেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলেন। হাঁটতে শুরু করলেন সাজঘরের দিকে। আম্পায়ার আঙুল তুললেন।

ভারত বনাম পাকিস্তানের মতো ম্যাচে যে কোনও দলই চাইবে বাড়তি সুবিধা। অনেক ব্যাটারই হয়তো এমন অবস্থায় মুখ ঘুরিয়ে পিচে এমন ভাবে হাঁটতেন, যে কিছুই হয়নি। সেখানে বিপক্ষ আবেদন না করলেও বেরিয়ে যাওয়ার মতো সততা দেখালেন ফখর।