Fake Garlic made of Cement selling in market viral video

সবজি বাজারে নতুন আতঙ্ক, বিক্রি হচ্ছে সিমেন্টের তৈরী নকল রসুন! দেখুন ভাইরাল সেই ভিডিও

নিউজশর্ট ডেস্কঃ প্রতিদিনই বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। বিশেষ করে খাওয়ার সবজি যেমন আলু, পটল থেকে হশুরু করে পেঁয়াজ, আদা, রসুন এমনকি শাক সবজি কিনতে গিয়েও ছেঁকা খেতে হচ্ছে সাধারণ জনতাকে। তবে পয়সা দিয়েও যে ভালো জিনিস পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নেই। হটাৎ কেন এমন কথা? কারণ সম্প্রতি জানা যাচ্ছে বাজারে নাকি হাজির হয়েছে নকল রসুন। হ্যাঁ ঠিকই দেখছেন একেবারে আসলে মত দেখতে হলেও আদতে মোটেই খাদ্যযোগ্য নয় এমন রসুন মিলছে সবজি বাজারেই।

সম্প্রতি এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার প্রমাণ মিলেছে মহারাষ্ট্র আকোলা নামক এলাকা থেকে। কি দিয়ে তৈরী হচ্ছে নকল রসুন? উত্তর হল সিমেন্ট দিয়ে তৈরী। হ্যাঁ সিমেন্ট দিয়ে বানানো হচ্ছে নকল রসুন যেটা আসলে সাথে বস্তায় ভরে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাজারে। দেখতে একইরকম হওয়ায় অনেকেই ভুল করে কিনেও ফেলছেন। এরপর বাড়িতে গিয়ে যখন রসুন ছাড়াতে যাচ্ছেন তখন বুঝতে পারছেন কেলোর কীর্তি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

সোশ্যাল মিডিয়াতে নকল রসুনের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আসল রসুনের মতোই আকার দেওয়া আর সাদা রং করা এমনকি উপরে কিছুটা মূলও দেখা যাচ্ছে। এককথায় দূর থেকে দেখলে বোঝা বেশ মুশকিল। জানলে অবাক হবেন এক পুলিশ কর্মী নিজেই এই জালিয়াতির শিকার হয়েছেন। মহারাষ্ট্র আকোলা শহরের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর স্ত্রী বাড়ির সামনে বাজার বিক্রি করতে আসা ফেরিওয়ালার থেকে রসুন কেনেন। তারপর রান্নাঘরে এসে খোসা ছাড়াতে গিয়ে দেখেন সেটা সিমেন্টের তৈরী।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে খাদ্যশস্যের মধ্যে ভেজাল মেশানোর খবর প্রকাশ্যে এসেছে। চাল থেকে গমের মধ্যে কাঁকড় মেশানো থেকে ভেজাল তেলের খবরও বেরিয়েছে অতীতে। তবে সিমেন্টের তৈরী নকল রসুন দেখে অবাক খোদ নেটিজেনরাও। ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৬ লক্ষ মানুষ দেখে ফেলেছেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X