বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,নেহা কক্কর,ফাল্গুনি পাঠক,Bollywood,Entertainment,Gossip,Controversy,Neha Kakkar,Falguni Pathak

Moumita

‘সুন্দর গানটা পুরো নষ্ট করে দিয়েছে’, এবার নেহার বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চান ফাল্গুনি পাঠক! সমর্থন নেটিজেনদের

নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে একটা আবেগ হলো ফাল্গুনি পাঠক এবং তার গান। গায়িকার কণ্ঠে গাওয়া গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ গানটি কমবেশি সকলের মনেই গেঁথে গিয়েছিলো। অত্যন্ত সাধারণ স্ক্রিনপ্লে, সহজ একটা গল্প দিয়েও যে মানুষের মন জিতে নেওয়া যায় তারই প্রমাণ এই মিউজিক ভিডিওটি। অল্পবয়সে আবেগ বিনিয়ময়ের গল্প আঁকা আছে ফাল্গুনি পাঠকের এই ভিডিওটিতে।

   

তবে সম্প্রতি এই গানটিই চলে এসেছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তবে তার ফাল্গুনি পাঠকের গাওয়া ভার্সনটি নয় বরং নেহা কক্কর যেটি গেয়েছেন সেটি। আসলে দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই…”-এর হিন্দি রিমেক ‘ও সজনা’। গানটি গেয়েছেন বলিউড গায়িকা নেহা কক্কর। তবে নেটিজেনদের ভাষায় এটিকে নাকি গান না বলে অন্য কিছু বলা ভালো।

অধিকাংশের মতে কাল্ট হয়ে যাওয়া এই গানটির মাধূর্য নাকি নষ্ট করে দিয়েছে নেহা। সোশ্যাল মিডিয়ায় নেহাকে তুলোধনা করার পাশাপাশি তার বিরুদ্ধে মামলা দায়ের করার কথাও চিন্তা করছে নেটিজেনদের একাংশ। এবার সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন গানটির আসল গায়িকা ফাল্গুনি পাঠক। সম্ভব হলে তিনি আইনি পথে হাঁটতেন, এমনটাই জানিয়েছেন এই অভিজ্ঞ গায়িকা।

সম্প্রতি এই প্রসঙ্গে একটি পোস্ট শেয়ার করেছেন বিরক্ত ফাল্গুনী, ‘আমার ইচ্ছা করছে ওঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে। এবং সেটা করতে পারলে খুশি হতাম। তবে এই গানের সত্ত্ব আমার নয়, তাই এটা করতে পারছি না।’ পাশাপাশি তিনি এটাও জানান যে নির্মাতারা নাকি এই নিয়ে তার সাথে যোগাযোগ করেনি। ফাল্গুনির কথায়, ‘নাহ, এখনও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি।’

ফাল্গুনি পাঠক আইনি পদক্ষেপ নিতে না পারলেও নেটিজনরা ছেড়ে কথা বলছেনা নেহা কক্করকে। এই কালজয়ী হিন্দি রিমেক গান শুনে নেটিজেনদের কেউ বলেছেন, ফাল্গুনী পাঠকের এই গানকে স্পর্শ করার অধিকার আপনার (নেহা কক্কর) নেই।” আবার কেউ বলেছেন, “এই গানটা গাওয়ার সাহস হল কি করে আপনার।” একজন তো সরাসরি নেহার ট্যালেন্ট নিয়েই প্রশ্ন তুলেছেন, “অটোটিউন লাগিয়ে অঙ্গ দোলালেই সেটা গান হয়ে যায়না।”

প্রসঙ্গত, ফাল্গুনী পাঠকের গাওয়া এই গানটি রিলিজ হয়েছিলো ১৯৯৯ সালে। তরুণ তরুণীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলো গানটি। মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে এক কলেজ ফেস্টের পাপেট শোতে ওই গান চলছে। মিষ্টি মধুর একটা গল্প খুব সহজভাবে বলা আছে নয়ের দশকের এই মিউজিক ভিডিওতে।