বলিউডে বহু পুরুষ অভিনেতাই মহিলা চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ নিয়েছেন। বলাইবাহুল্য তাদের অনবদ্য অভিনয়ের মাধ্যমে সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন সেইসব চরিত্র। এরমধ্যে কারওর কারওর ছদ্মবেশ এতটাই মজাদার ছিল যে, হাস্যরসের মাধ্যমেই তাদের অভিনয় মনে রেখেছেন দর্শকরা। আজ আমরা আপনাকে টিভি ইন্ডাস্ট্রির এমন কিছু অভিনেতাদের সম্পর্কে বলতে যাচ্ছি যারা সিরিয়ালে নারী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। শুধু প্রশংসাই নয়, বলিউডের অনেক অভিনেত্রীদেরও পেছনে ফেলে দিয়েছেন তারা। আসুন চিনে নিই এমনই কিছু বহুমুখী প্রতিভাধর শিল্পীদের।
১) গৌরব খান্না:- অভিনেতা গৌরব খান্নাকে কে না চেনেন, যাকে বর্তমানে টিভি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’-তে দেখা গেছে তাকে। এই ধারাবাহিকে নিজের অনবদ্য অভিনয়ের সৌজন্যে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। জানিয়ে রাখি গৌরব খান্না ‘ইয়ে পেয়ার না হোগা কম’ ধারাবাহিকেএকজন এনআরআই মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, এবং চরিত্রটিতে বড্ডো নিখুঁত অভিনয় করেছিলেন তিনি।
২) বিশাল গান্ধী:- জনপ্রিয় অভিনেতা বিশাল গান্ধীও টিভি সিরিয়াল ‘পেয়ার কি এক কাহানি’-এ একজন মহিলার চরিত্রে পর্দার সামনে হাজির হয়েছিলেন। ধারাবাহিকের একটি দৃশ্যে পার্টি চলাকালীন কয়েক মিনিটের জন্য মহিলা চরিত্রে আবির্ভূত হয়েছিলেন তিনি।
৩) উজ্জ্বল চোপড়া:- হিন্দি টেলিভিশনের এক সুপরিচিত নাম উজ্জ্বল চোপড়া। জনপ্রিয় ধারাবাহিক ‘গুলাল’ মেগা সিরিয়ালে একজন হিজড়ার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিলো তাকে। তার অভিনয় দারুন সাড়া ফেলেছিলো দর্শকমহলে। উজ্জ্বল চোপড়ার অভিনয় জীবন সম্পর্কে বলতে গেলে, এযাবৎ তিনি বহু জনপ্রিয় ধারাবাহিকে দক্ষতার সাথে কাজ করছেন।
৪) মোহিত সেহগাল:- এই তালিকায় রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোহিত সেহগালের নামও। ‘কবুল হ্যায়’ সিরিয়ালে একজন নারীর চরিত্রে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। দর্শক তাকে মহিলার বেশভূষায় দেখে বেজায় মজা পেয়েছিলেন।
৫) শাব্বির আহলুওয়ালিয়া:- জনপ্রিয় সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’-এর সৌজন্যে খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন শাব্বির। একদা তাকেও নারী অবতারে দেখার সুযোগ পেয়েছে সিরিয়াল প্রেমীরা। তিনি টিভি সিরিয়াল ‘কাহিন তো হোগা’-তে মিসেস ব্রিগানজার ভূমিকায় অভিনয় করে সকলের তাক লাগিয়ে দিয়েছিলেন।
৬) গৌরব গেরা:- বিখ্যাত অভিনেতা গৌরব গেরা টিভি সিরিয়াল ‘মিসেস পাম্মি প্যারেলাল’-এ পাম্মি আন্টির ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীকালে এই চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলো।
৭) রাজেশ খেদা:- রাজেশ খেদা এযাবৎ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বলাইবাহুল্য এই অভিনেতাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। উল্লেখ্য, রাজেশ, জনপ্রিয় টিভি সিরিয়াল ‘উত্তরণ’-এ একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করেছিলেন, মা দর্শকদের দ্বারা ব্যপক সমাদৃত হয়েছিলো।
৮) শাহীর শেখ:- রুপোলী পর্দার অন্যতম জনপ্রিয় মুখ শাহির শেখ। নিজের হটনেস, এবং গ্ল্যামারাস লুক দিয়ে বহু মেয়ের রাতের ঘুম কেড়েছেন তিনি। তিনি মহাভারতের অর্জুন চরিত্রের জন্য সুপরিচিত। হিন্দু মহাকাব্য থেকে অনুপ্রাণিত এই ধারাবাহিকে, অজ্ঞাতবাসের একবছর অর্জুন বিরাট রাজার মৎস্য রাজ্যে বৃহন্নলা রূপ পরিগ্রহ করেছিলেন। শাহির তার নিখুঁত অভিনয়ের দ্বারা সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছিলো চরিত্রটি।