Farhaan Akhtar Reveals Not Shahrukh Khan but this Bollywood Actor will be seen in Don 3

শাহরুখ খান ছাড়াই হবে ‘Don 3’! নতুন ডন হচ্ছেন কে? মুখ খুললেন ফারহান আখতার

নিউজশর্ট ডেস্কঃ শাহরুখ খান নামটাই যথেষ্ট গোটা বিশ্বের কাছে মানুষটিকে চেনানোর জন্য। বলিউডের বাকি তারকারা যেখানে হিট ছবি দিতে হিমশিম খাচ্ছে সেখানে চার বছর পর কামব্যাক করে একেরপর এক ব্লকবাস্টার দিয়ে প্রমাণ করেছেন বলিউডের বাদশাহ একজনই। শাহরুখের আইকনিক ছবির মধ্যে অন্যতম ডন ও ডন ২। ‘ডন ৩’ এর রিলিজ নিয়েও বেশ কয়েক বছর ধরে জল্পনা চলছিল। তবে এবার এই প্রসঙ্গে বড় আপডেট দিলেন ফারহান আখতার।

পরিচালক তথা অভিনেতা ফারহান আখতার জানান, শুরুতে ‘ডন ৩’ এর জন্য শাহরুখ খানকেই বেছে নেওয়া হয়েছিল কিন্তু গল্প এগিয়ে নিয়ে যেতে গিয়ে সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। পার্ট ৩ এর জন্য স্টোরি লাইন লেখার সময় শাহরুখকে কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে আনা যাচ্ছিল না। বদলে নায়কের চরিত্রে অন্য এক বলি অভিনেতাকেই সেরা বলে মনে হয়েছে। কে সেই অভিনেতা?

ফারহান জানানা, ‘ডন ৩’ ছবির জন্য রণবীর সিংই নাকি সেরা পছন্দ হতে পারে। এছাড়া স্পেশাল একটি আইটেম ডান্স এর জন্য শোভিতা ধুলিপালাকে নেওয়া হতে পারে। জল্পনা মতে রণবীর সিং নাকি ইতিমধ্যেই ‘ডন ৩’ এর জন্য প্রিপারেশন নিতে শুরু করেছেন।

আরও পড়ুনঃ টিজারেই হিট! বক্স অফিস কাঁপাতে তৈরি সানি দেওল-বরুন ধাওয়ান, কবে রিলিজ হচ্ছে ‘Border 2’?

প্রসঙ্গত, দীর্ঘদিন পর কামব্যাক করেও বক্স অফিসে পরপর ৪টে ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন কিং খান। ইতিমধ্যেই আরও দুটি ছবি রয়েছে তাঁর হাতে। যার মধ্যে একটি হল সুজয় ঘোষের ‘King’ যেটা আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে রিলিজ হবে। আরেকটি হল ‘পাঠান ২’ যেটা সম্ভবত ২০২৬ সালে রিলিজ হতে চলেছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X