Papiya Paul

পাঞ্জাবি কৃষকদের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হলে অক্ষয় কুমারের সিনেমা, ছিঁড়ে ফেলা হলো সমস্ত পোস্টার

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলেছে সমস্ত প্রেক্ষাপট। দেড় বছর পর প্রথম প্রেক্ষাপটে মুক্তি পেল সূর্যবংশী। বড় পর্দায় অক্ষয় কুমার ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ইতিমধ্যেই টেনেছে দর্শকদের। ইতিমধ্যেই লক্ষাধিক টিকিট বিক্রয় হয়ে গেছে, বক্সঅফিস হয়েছে জমজমাট। রীতিমতো রমরমিয়ে চলছে এই ছবি। করোনা প্রাক্কালে ছবিটি মুক্তি পেতে নতুন করে আশার আলো দেখেছে হল মালিক থেকে শুরু করে পরিচালক সকলেই।

   

প্রথম দিনেই বিশ্বজুড়ে মোট ২৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। শুধু তাই নয়, সিনেমা নিয়ে এতটাই আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে যে সারারাত এই ছবি চালানোর পর আরও একবার ভোর চারটে নাগাদ দর্শকদের অনুরোধে এই ছবি আরো একবার চালাতে হয়েছে। তবে এ তো গেল সম্পূর্ন ভারতবর্ষের কথা। তবে ভারতবর্ষের মধ্যেই পাঞ্জাবের ছবিটা কিন্তু একেবারে আলাদা।

অক্ষয় কুমারের এই সিনেমা বন্ধ করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নিয়ে নিয়েছে সেখানকার কৃষক দল। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে স্লোগান তুলতে তুলতে একদল কৃষক দাবি করেছেন, ছবিতে সারা দেশজুড়ে কেন্দ্রের এই কৃষি আইনের বিরুদ্ধে যেখানে আন্দোলন চালাচ্ছে কৃষকরা সেখানে আস্ত একটি সিনেমাতে কোথাও কৃষকদের কোন স্থান নেই। এমনকি রাখা হয়নি কোনো দৃশ্য।

পিটিআই সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, হোশিয়ারপুরের শহীদ উধম সিং পার্ক থেকে সিনেমা হল পর্যন্ত কৃষকদের একটি মিছিল যায়। নেতৃত্ব দিয়েছিলেন ভারতী কিষাণ ইউনিয়নের জেলা সভাপতি সরণ দুগ্গা। হলের সামনে জমায়েত হয়ে সূর্যবংশী স্ক্রিনিং বন্ধ করে দেয় তারা। শুধু তাই নয়, পোস্টার ছিঁড়ে দেওয়া হয়।সঙ্গে জোর গলায় দাবি জানানো হয়, যতদিন না অক্ষয় কুমারের তরফ থেকে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কোন মন্তব্য রাখা হবে, ততদিন স্থানীয় সিনেমা হলে এই সিনেমা মুক্তি পেতে দেবেন না তারা।