বলিউড অভিনেত্রী মানেই চোখের সামনে ভেসে ওঠে তন্বী শরীরের অধিকারী তনয়াদের। কিন্তু পর্দার সামনে তাদের যেরকম দেখি আমরা, তারা কি সবসময়ই এরম সুন্দর চেহারার মালকিন ছিলেন? চলুন দেখে নিই এই নায়িকাদের অজানা অতীত।
1) সোনম কাপুর:- অক্ষয় কাপুরের মেয়ে সোনমকে আজ বলিউডের সবাই ফিট অভিনেত্রী বলেই চেনে, কিন্তু জানেন এই কয়েক বছর আগেও সোনম রীতিমত মোটাসোটা ছিলেন। জানা যায় বিভিন্ন পরিশ্রমের মধ্য দিয়ে নিজের ওজন কমিয়েছেন তিনি।
2) সোনাক্ষী সিনহা:- বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সোনাক্ষী সিনহার হাসি যেকোন পুরুষের বুকেই ঝড় তুলতে পারে। তার ওই তন্বী ফিগারের জাদুতে মাতোয়ারা সারা দেশ। কিন্তু একসময় তার ওজন ছিল ৯০ কেজি! এরপর তার কঠোর পরিশ্রমের ফসল তার আজকের এই সুন্দর চেহারা।
3) ভূমি পেডনেকর:- গত ২০১৫ সালে আয়ুষ্মান খুরানার সাথে তার হিট ছবি ‘দম লাগা কে হাইশা’ তে প্রথম দেখা যায় তাকে। ছবিতে খুব মোট গেলেও এখন নিজের শরীরকে একদম ছিমছাম বানিয়ে নিয়েছেন তিনি।
4) আলিয়া ভাট:- বলিউডের হালের হিট কুইন তিনি। তার রোমাঞ্চকর হাসি যেকোনো পুরুষের হৃদয়ে ঢেউ তুলতে পারে। কিন্তু এই লাস্যময়ী একসময় অতিরিক্ত মোটা ছিলেন। কিন্তু চলচ্চিত্রে অভিনয় করতে ৩ মাসে ১৬ কেজি কমিয়েছেন তিনি। তার ওয়ার্কআউট দেখে হার মানবে বলিউডের অনেক অভিনেতাও।
5)পরিণীতি চোপড়া:- আজকে পরিণীতার এই ফিগার দেখে কেও বলবে যে, এককালে তার ওজন ছিল ৮৬ কেজি! হ্যাঁ ঠিকই শুনেছেন এতটাই মোটাসোটা ছিলেন পরিণীতা। কিন্তু এরপর কঠোর পরিশ্রমের দ্বারা নিজেকে একদম ফিট বানিয়ে নেন তিনি। আজ অবশ্য তাকে দেখে আর বোঝার উপায় নেই।