Koushik Dutta

একেই বলে পিতৃ স্নেহ! ১০৫ কিলোমিটার সাইকেল চালিয়ে ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে গেলেন বাবা

বাবার ভালোবাসা কাকে বলে তার বাস্তব উদাহরণ হয়ে রইল মধ্যপ্রদেশের এই ঘটনা। যান চলাচল স্বাভাবিক না থাকায় ১০৫ কিলোমিটার সাইকেল চালিয়ে ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌছে দিয়েছেন এক পিতা। দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়নি তাঁদের জন্য মধ্যপ্রদেশ সরকার ‘রুক যানা নেহি’ অভিযান শুরু করেছে। সেই পরীক্ষার জন্যই বৈদ্যপুরার বাসিন্দা শোভারাম তার ছেলে আশীষকে নিয়ে যাচ্ছিলেন পরীক্ষা কেন্দ্রে। পাশে এসে উপস্থিত প্রশাসন।