Arijit

সমস্ত ধরনের ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসিত করল ফিফা! খেলতে পারবে না বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ

এই মুহূর্তে সারা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে। দুর্বল ইউক্রেনের সঙ্গে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ করছে শক্তিশালী রাশিয়া। বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার নিন্দায় সরব হয়েছে। এবার রাশিয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

   

সমস্ত ধরনের ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসিত করল ফিফা। এর ফলে আর কোন ফুটবল খেলতে পারবে না ফিফা। আগামী বছর কাতারে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না রাশিয়া। এছাড়াও ইউরোপের সমস্ত ফুটবল ফুটবল প্রতিযোগিতা থেকে রাশিয়ান নাম ছেঁটে দিল ফিফা।

ফিফা এবং উয়েফা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘ফিফা এবং উয়েফা যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছে, রাশিয়ার কোনও জাতীয় এবং ক্লাব দল ফিফা ও উয়েফার কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না। পরবর্তী বি়জ্ঞপ্তি জারি না করা পর্যন্ত নির্বাসনের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।’
ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা ইউরোপা লিগে রাশিয়ার ক্লাবগুলি আর খেলতে পারবে না। রাশিয়ার মহিলা ফুটবল দলও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করতে পারবে না।