বলিউড,বিনোদন,আমির খান,সফল ছবি,ছবি প্রত্যাখান,হাম আটকে হ্যায় কৌন,নায়ক,দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে,Bollywood,Entertainment,Aamir Khan,Successful Cinema,Script Rejection,Dilwale Dulhania Le Jayenge

Moumita

আমির খানের রিজেক্ট করা ৫ ছবি, যেগুলোতে অভিনয় করে সুপারহিট তকমা পান শাহরুখ-সালমান!

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার দূর্দান্ত অভিনয় দিয়ে সবসময় দর্শকদের মন জিতে নিয়েছেন। তাকে বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টারদের মধ্যে অন্যতম সেরা অভিনেতা বলা হয়। দঙ্গল এবং 3 ইডিয়টসের মতো ছবি উপহার দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন তিনি।

   

বলা হয় যে কোনও ছবির চুক্তি সাইন করে সেই চিত্রনাট্য, ছবিটি কীরকম ব্যবসা করতে পারে এই প্রতিটি বিষয়ে বড্ডো খুঁটিয়ে পর্যালোচনা করেন তিনি। তবে কখনও সময়ের অভাব। কখনও বা চরিত্র পছন্দ না হওয়ায় প্রায় তিন দশকের দীর্ঘ কেরিয়ারে এমন একাধিক ছবি ছেড়ে দিয়েছেন তিনি যা পরবর্তীকালে বক্স অফিসে দূর্দান্ত সাফল্য অর্জন করেছে। আজকের প্রতিবেদনে এমন কয়েকটা আমির প্রত্যাখিত ছবির কথা বলবো যা সেই সময় ঝড় তুলেছিলো বক্স অফিসে।

1. হাম আপকে হ্যায় কৌন:-
ছবিটি প্রথমে আমির খানকে অফার করা হলে তিনি তা প্রত্যাখান করেন। পরবর্তীকালে ছবিটিতে সালমান খান অভিনয় করেন। এই ছবিতে সালমানের দক্ষ অভিনয় নজর কেড়েছিলো দর্শকমহলের। বলা হয় এই ছবিটিই সালমানকে তার সাফল্যের সিঁড়ি তৈরি করে দিয়েছিলো।
বলিউড,বিনোদন,আমির খান,সফল ছবি,ছবি প্রত্যাখান,হাম আটকে হ্যায় কৌন,নায়ক,দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে,Bollywood,Entertainment,Aamir Khan,Successful Cinema,Script Rejection,Dilwale Dulhania Le Jayenge

2. ডর:- এই ছবিতে বলিউড বাদশা শাহরুখকে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখে চমকে গেছিলেন সিনেমাপ্রেমীরা। তবে মিডিয়াসূত্রে জানা যায় ছবিটি প্রথমে অজয় দেবগনকে অফার করা হলে তিনি তাতে সাফ মানা করেন। এরপর ছবিটি রায় আমির খানের কাছে কিন্তু তিনিও সরে দাঁড়ান ছবিটি থেকে। শোনা যায় সেই সময় আমির কোনও নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চাননি।
বলিউড,বিনোদন,আমির খান,সফল ছবি,ছবি প্রত্যাখান,হাম আটকে হ্যায় কৌন,নায়ক,দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে,Bollywood,Entertainment,Aamir Khan,Successful Cinema,Script Rejection,Dilwale Dulhania Le Jayenge

3.নায়ক দ্য রিয়েল হিরো‌:- অনিল কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিলো সেই সময়। বলিউড স্টার অনিল কাপুরের মুখ্যমন্ত্রীর ভূমিকায় নিখুঁত অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছিলো দর্শকমহল। তবে এ কথা খুব কম জনই জানেন যে নায়ক ছবির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন আমির খান‌। কিন্তু আমির ছবিটিকে রিজেক্ট করলে নির্মাতারা অফারটি দেন অনিল কাপুরকে।
বলিউড,বিনোদন,আমির খান,সফল ছবি,ছবি প্রত্যাখান,হাম আটকে হ্যায় কৌন,নায়ক,দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে,Bollywood,Entertainment,Aamir Khan,Successful Cinema,Script Rejection,Dilwale Dulhania Le Jayenge

4. দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে:- ১৯৯৫ সালের ২০ অক্টোবর সারাদেশে মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। “যা সিমরান, জি লে আপনি জিন্দেগি”, আজও কথায় কথায় আমরা বলি এই সংলাপ। অলটাইম ব্লকবাস্টার হওয়া এই ছবিটি টানা বিরতিহীন ১০০৯ সপ্তাহ চলেছে – মারাঠা মন্দিরে। এমনকি করোনায় হল বন্ধ হবার আগে পর্যন্ত ১২৭৪ সপ্তাহ পার করেছে ছবিটি। যা বলিউড বা বিশ্ব ছবির জন্য ইতিহাস। তবে শাহরুখ খানের আগে আমিরকে এই ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি তখন অন্যান্য প্রজেক্টে ব্যস্ত থাকায় ছবিটিকে না করেন।
বলিউড,বিনোদন,আমির খান,সফল ছবি,ছবি প্রত্যাখান,হাম আটকে হ্যায় কৌন,নায়ক,দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে,Bollywood,Entertainment,Aamir Khan,Successful Cinema,Script Rejection,Dilwale Dulhania Le Jayenge

5. স্বদেশ:- শাহরুখ অভিনীত স্বদেশ ছবির জন্য প্রযোজক এবং নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন আমির খান। পরবর্তীকালে ছবিটিতে শাহরুখ নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সেরা ছবির তকমা এনে দেয়। বলাইবাহুল্য দর্শকদের কাছে এই ছবির গ্রহণযোগ্যতাও ছিলো নজরকাড়া।
বলিউড,বিনোদন,আমির খান,সফল ছবি,ছবি প্রত্যাখান,হাম আটকে হ্যায় কৌন,নায়ক,দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে,Bollywood,Entertainment,Aamir Khan,Successful Cinema,Script Rejection,Dilwale Dulhania Le Jayenge