মহালয়া,ঋতুপর্ণা সেনগুপ্ত,কালার্স বাংলা,Mahalaya,Rituparna Sengupta,Colors Bangla

Moumita

ছোটপর্দায় প্রথমবার মা দূর্গা রূপে হাজির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, কোন চ্যানেলে দেখা যাবে এই অনুষ্ঠান?

বাঙালির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে দূর্গাপূজা। পুজোর কথা মনেই এলেই নিজের অজান্তেই খুশির ঝিলিক খেলে যায় চোখে। রথযাত্রা শেষ মানেই পুজোর গন্ধ শুরু। আর পুজো মানেই নতুন জামাকাপড়, পুজো মানেই মহালয়া। প্রতিবছর মনের মধ্যে একটা উন্মাদনা কাজ করে যে কেমন হবে এবারের মহালয়া।

   

আর বাঙালির মহালয়া মানেই রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শুনে দিন শুরু। আজকাল অনেক টেলিভিশন চ্যানেল তাদের মহলয়ার অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনীকে একটু অন্যভাবে উপস্থাপন করে। মানুষের চাহিদায় কোনো ত্রুটি না থাকে সেইজন্য চ্যানেলগুলিও নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে বেস্টটা তুলে আনার।

বিগত বেশ কয়েক বছরে হেমা মালিনী, দেবশ্রী, কোয়েল, শ্রাবন্তী, শুভশ্রী, সায়ন্তিকাকে দেখা গিয়েছে দেবী দুর্গার সাজে। মহামায়ার সাজে দেখা গেছে ইন্দ্রানী হালদারকেও। তবে এর আগে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে কখনোই দেখা যায়নি এই সাজে।‌ ছোটোপর্দা তাকে কোনোদিনই এইভাবে পায়নি।

সম্প্রতি জানা গেছে যে, সেই অপূর্ণতাটুকু পূরন করতে চলেছে কালার্স বাংলা। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষ মিডিয়াতে জানিয়েছে যে, ২০২২ এর মহালয়াতে দেবী মহামায়ার সাজে দেখা যাবে ঋতুপর্ণাকে। গত বছর দেবীর সাজে সেজেছিলেন কোয়েল মল্লিক।

যাইহোক, ঋতুপর্ণার যে লুক প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, মাথায় মুকুট, হাতে ত্রিশূল, কপালে জ্বলজ্বল করছে ত্রিনয়ন। লাল বেনারসী আর শরীরে একাধিক অলঙ্কারে একদম মায়ের মতোই লাগছে তাকে। হাসিহাসি মুখ নিয়ে ধরা দিয়েছেন তিনি। জানা গেছে, দশমহাবিদ্যাকে উপস্থাপিত করবে কালার্স বাংলা। চ্যানেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে তারা এই প্রভাতি অনুষ্ঠানের নাম রাখবেন ‘দেবী দশমহাবিদ্যা’।

যদিও এর চেয়ে বেশি কিছু জানাতে নারাজ কালার্স বাংলা। ঋতুপর্ণা ছাড়াও আর কোন কোন শিল্পী অভিনয় করছেন এই বিশেষ অনুষ্ঠানে এ নিয়ে একেবারেই মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। তবে জানা গেছে, কালার্স বাংলাতেই অভিনয় করে এমনসব কলাকুশলীদের নিয়েই করা হবে এই প্রোগ্রামটি। পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আর ঋতুপর্ণার উপস্থাপনা, সবে মিলিয়ে জমজমাট এবারের মহালয়া।