ভালোবাসা যেমন বয়স মানেনা, ঠিক তেমনই মানেনা কোনও কোনও দেশের সীমারেখা। জাত-কূল-দেশ ভুলে ভালোবেসে ঘর বাঁধে মানুষ। এটি কেবল একটি প্রবাদই নয়, এটি একটি বাস্তবও বটে। বলিউডের ইতিহাসে এর অনেক উদাহরণ দেখা গেছে। তবে বলাই বাহুল্য এর মধ্যে অভিনেত্রীর সংখ্যাই বেশি। চলুন জেনে নেওয়া যাক চলচ্চিত্র জগতের সেই তারকাদের নাম যাঁদের বিয়ের ক্ষেত্রে ধর্ম বা বয়স কোনও বাধা হয়নি।
১) নিক-প্রিয়াঙ্কা:- প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের প্রেমের গল্প এখন বহুল চর্চিত। জনপ্রিয় মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে ২০১৮ সালের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৭ সালের মেট গালার রেগে কার্পেটে এই তারকা দম্পতি প্রথম আত্মপ্রকাশ করেন। তার পরের বছর ২০১৮ সালেই বাগদান সম্পন্ন করেন তারা।
২) শ্রেয়া সরন-আন্দ্রেই কোসচিব:- দক্ষিণী এবং বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই নিজের সৌন্দর্য এবং অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের দিওয়ানা করেছেন। ২০১৮ সালে এই সুন্দরী অভিনেত্রী রাশিয়ান বয়ফ্রেন্ড আন্দ্রেই কোসচিবের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রসঙ্গত, শ্রেয়া সরনের স্বামী আন্দ্রেই কোসচিব একজন বিখ্যাত টেনিস প্লেয়ার।
৩)প্রীতি জিন্টা-জেনে গুডেনাফ:- বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিন্টার প্রেমে পড়েননি এমন ভারতীয় পুরুষ খুব কমই আছেন। ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকান শিল্পপতি জেনে গুডেনাফের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন এই সুন্দরী। সান্টা মনিকাতে প্রথম দেখা হয় এই জোড়ির। পাঁচ বছর প্রেম পর্ব সম্পূর্ণ করার পর গাঁটছড়া বাঁধেন এই দুজন। প্রসঙ্গত, সারোগেসির মাধ্যমে এই দম্পতির কোল আলো করে যমজ সন্তান এসেছে।
৪) রাধিকা আপ্টে-বেনেডিক্ট টেলার:- ভারতীয় ওয়েব সিরিজের কুইন বলা হয় রাধিকা আপ্টে কে। ২০১২ সালে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেনেডিক্ট টেলরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
৫) সেলিন জেটলি-পিটার হাগ:- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সেলিন জেটলি বর্তমানে দূরেই রয়েছেন ইন্ডাস্ট্রি থেকে। ২০১১ সালে তিনি অস্ট্রিয়ার পিটার হাগ’ এর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন।