বলিউড,বিনোদন,খলনায়ক,সঞ্জয় দত্ত,কেজিএফ চ্যাপ্টার 2,অগ্নিপথ,Bollywood,Entertainment,Villain,Sanjay Dutt,KGF Chapter 2,Agnipath

Moumita

হিরো হিসাবেই নয়, এই ৫ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন সঞ্জয় দত্ত

সম্প্রতিই প্রকাশ্যে এসেছে রণবীর অভিনীত ‘শামশেরা’ ছবির পোস্টার, মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী ২২শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। প্রসঙ্গত উল্লেখ্য এই ছবিতেও খল নায়কের ভূমিকায় আসতে চলেছেন সঞ্জয় দত্ত। বলিউডে পাঁচ দশকেরও বেশি সময় কাটিয়েছেন সঞ্জয় দত্ত। ছবির নায়ক থেকে শুরু করে খলনায়ক সমস্ত চরিত্রেই সমান পারদর্শী তিনি। কাটে থেকে শুরু করে কেজিএফ চ্যাপ্টার 2, প্রতিটি ছবিতেই তিনি যেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। আজ এই প্রতিবেদনে আমরা এমনই কিছু অবিস্মরণীয় ছবির কথা বলবো যেখানে নিজের দূর্দান্ত অভিনয়ের মাধ্যমে ইতিহাস গড়েছেন তিনি।

   

১ আধীরা (কেজিএফ চ্যাপ্টার ২)

৬০ পেরিয়েও এই ছবিতে বুঝিয়ে দিয়েছেন যে, সিলভার স্ক্রিনে আজও তিনি অনবদ্য। যশ অভিনীত, প্রশাত নীল পরিচালিত এই ছবিতে মূখ্য খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। তার অনবদ্য অভিনয় আলাদাই মাত্রায় পৌঁছে দিয়েছে ছবিটিকে।

বলিউড,বিনোদন,খলনায়ক,সঞ্জয় দত্ত,কেজিএফ চ্যাপ্টার 2,অগ্নিপথ,Bollywood,Entertainment,Villain,Sanjay Dutt,KGF Chapter 2,Agnipath

২. আহমদ শাহ্ আবদালি (পানিপথ)

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পানিপথ’ সিনেমাটি বক্স অফিসে বিশেষ প্রভাব ফেলতে না পারলেও সঞ্জয় দত্তের অভিনয়ের প্রতি আকুণ্ঠ ভালোবাসা জানাতে কার্পণ্য করেনি সমালোচকরা‌। আহমেদ শাহ আবদালি চরিত্রে স্পোর্টিং রয়্যাল আফগানী চেহারা থেকে শুরু করে তার হিংস্রতায় ভরা ব্যক্তিত্ব সবকিছুই ছিলো একেবারে পিকচার পারফেক্ট।

বলিউড,বিনোদন,খলনায়ক,সঞ্জয় দত্ত,কেজিএফ চ্যাপ্টার 2,অগ্নিপথ,Bollywood,Entertainment,Villain,Sanjay Dutt,KGF Chapter 2,Agnipath

৩. কাঞ্চা (অগ্নিপথ)

খলনায়ক হিসেবে তার সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র বোধহয় অগ্নীপথের কাঞ্চা। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক রোশন এবং প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে তার ঠোঁটের ভয়ঙ্কর হাসি আর ক্রুড় চোখের চাহনি বুকে ভয় ঢোকানোর জন্য যথেষ্ট।

বলিউড,বিনোদন,খলনায়ক,সঞ্জয় দত্ত,কেজিএফ চ্যাপ্টার 2,অগ্নিপথ,Bollywood,Entertainment,Villain,Sanjay Dutt,KGF Chapter 2,Agnipath

৪. রঘু ভাই (বাস্তব)

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি গ্যাংস্টার ছবিতে এক গ্যাংস্টার রঘু ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ছবিটি মূলত এক জীবন যুদ্ধের কূটনীতির শিকার হয়ে এক যুবকের গ্যাংগস্টার হয়ে ওঠার গল্প।

বলিউড,বিনোদন,খলনায়ক,সঞ্জয় দত্ত,কেজিএফ চ্যাপ্টার 2,অগ্নিপথ,Bollywood,Entertainment,Villain,Sanjay Dutt,KGF Chapter 2,Agnipath

৫. বলরাম প্রসাদ (খলনায়ক)

১৯৯৩ সালে মুক্তি পায় খলনায়ক ছবিটি। এটি সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। ছবিতে ভয়ঙ্কর গ্যাংগস্টার বলরাম প্রসাদের ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত।

বলিউড,বিনোদন,খলনায়ক,সঞ্জয় দত্ত,কেজিএফ চ্যাপ্টার 2,অগ্নিপথ,Bollywood,Entertainment,Villain,Sanjay Dutt,KGF Chapter 2,Agnipath