YouTube

YouTube: YouTube চ্যানেল খোলার আগেই জানুন এই স্পেশ্যাল ট্রিকস! প্রতি মাসে আয় হবে মুঠো মুঠো টাকা

নিউজ শর্ট ডেস্ক: এখনকার এই মডার্ন ডিজিটালাইশনের যুগে নিজের ইউটিউব চ্যানেল (You Tube Channel) খুলেই মোটা টাকা উপার্জন (Earn Money) করছেন অনেকেই। তাই এইভাবে যদি কেউ নিজের ইউটিউব চ্যানেল খুলে অর্থ উপার্জন করতে চান তাহলে চ্যানেল খোলার আগে তাকে কিছু জরুরি জিনিসও জানতে হবে।

আসলে ইউটিউব চ্যানেল খুলে অর্থ উপার্জনের বিষয়টি নির্ভর করে কি ধরনের কনটেন্ট বানানো হচ্ছে এবং তার ভিউজ সহ আরো বেশ কিছু বিষয়ের ওপর। ইউটিউব চ্যানেল থেকে অর্থ উপার্জন করতে চাইলে সবার প্রথমে নিজের চ্যানেলের মনিটাইজেশন করাতে হবে। তবে ইউটিউব চ্যানেলের মনিটাইজ করার জন্যও বেশ কিছু নিয়ম পালন করতে হয়।

Youtube চ্যানেল মনিটাইজ করার সবথেকে জরুরী শর্ত হল চ্যানেলে কম করে হাজার জন সাবস্ক্রাইবার হওয়ার চাই। হাজার জন সাবস্ক্রাইবার হওয়ার পর youtube চ্যানেল  মনিটাইজ করার জন্য আবেদন করা যায়।

ইউটিউব চ্যানেল,Youtube Channel,উপার্জন,Income,সহজ টিপস,Easy Tips,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে শুধুই সাবস্ক্রাইবার সংখ্যা নয়  এছাড়াও ইউটিউব চ্যানেলটির আগের ১২ মাসে কম করে ৪ হাজার ঘন্টার ওয়াচ টাইম থাকাও জরুরী হয়ে থাকে।  এর মানে আপনার চ্যানেলের যে যা কনটেন্ট রয়েছে সেগুলো৪ হাজার  ঘন্টা পর্যন্ত লোকজন দেখেছেন।

আরও পড়ুন: সুইমিং পুল, হেলিপ্যাড কি নেই! বিশ্বের দীর্ঘতম এই গাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে সব্বার

ইউটিউব চ্যানেল,Youtube Channel,উপার্জন,Income,সহজ টিপস,Easy Tips,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

চার হাজার ঘন্টার ওয়াচ টাইম ছাড়াও আরো একটি অপশন রয়েছে,যার মাধ্যমে চ্যানেল মনিটাইজ করা যেতে পারে। তার জন্য আগের তিন মাসে ইউটিউব চ্যানেলে বানানো শর্টসের উপর কম করে দশ মিলিয়ন ভিউজ হতে হবে। যদিও এর জন্যও  চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার থাকা জরুরী।

Avatar

anita

X