Arijit

খেলতে খেলতে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৭ বছরের ফুটবলারের, শোকের ছায়া ফুটবল বিশ্বে

ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকল ফুটবল বিশ্ব। ফুটবল মাঠে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা, যা নাড়িয়ে দিল সমগ্র ফুটবল বিশ্বকাপকে। পুনরাবৃত্তি ঘটলো ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসনের ঘটনার। তবে এরিকসনকে বাঁচানো গেলেও এক্ষেত্রে মৃত্যু ঘটলো ইংল্যান্ডের ফুটবলার ডিলান রিচের। খেলতে খেলতে মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি।

   

গত বৃহস্পতিবার ন্যাটিংহামের রেগাটা ওয়েতে এফএ ইয়ুথ কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল বস্টন ইউনাইটেড এবং ওয়েস্ট ব্রিসফোর্ড কোলটস। এই ম্যাচে ওয়েস্ট ব্রিসফোর্ড কোলটসের হয়ে মাঠে নেমেছিলেন ডিলান রিচ। খেলতে খেলতে হঠাৎই পড়ে গিয়ে জ্ঞান হারান রিচ,  সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে চিকিৎসকদের মাঠে ডাকা হয়। চিকিৎসকরা অনেক চেষ্টা করে রিচের জ্ঞান ফেরানোর কিন্তু কিছুতেই কাজ হয়নি।

তারপর সামনেই নাটিংহাম মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় রিচকে। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না রিচিকে, হাসপাতালেই মৃত্যু ঘটে তার। ক্লাবের পক্ষ থেকে রিচের মা-বাবা এবং পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।