নিউজশর্ট ডেস্কঃ টলিউডের(Tollywood) সেলিব্রিটিরা খ্যাতির(Popularity) শীর্ষে পৌঁছানোর জন্য বদলে ফেলে নিজেদের নাম। নিজেদের সাফল্যের জন্য বাবা-মায়ের নাম বদলাতেও দু’বার ভাবেন না তারা। ঠিক যেমন বনি সেনগুপ্তের (Bonny Sengupta) আসল নাম কিন্তু এটা নয়। খ্যাতির আড়ালে বনির আসল (Real Name) নাম হারিয়ে গেলেও রাজনৈতিক খবরের শিরোনামে বনির নাম উঠে আসার পর তার আসল নামটা সামনে এসেছে। তার আসল নাম ‘অনুপ্রিয়’। যদিও বনি একা নয়, টলিউডের (Tollywood) অনেক তারকাই এভাবে নিজেদের নাম বদলেছেন। আজকে তারকাদের সেই ‘ছদ্মনাম’-র খোঁজ রইল নিউজশর্টে।
দেব : এই তালিকায় সবার আগে যে নামটা রয়েছে তা হল দেব। মেদিনীপুরের দীপক অধিকারী কবে যে দেব হয়ে উঠলেন তা ধরতেও পারেনি কেউ।
টোটা রায়চৌধুরী : টলি পাড়ার আরেক অভিনেতা হলেন টোটা। অচিরেই টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার খ্যাতিলাভ করেন তিনি। বাণিজ্যিক ছবি থেকে আর্টফিল্ম সবেতেই তার আনাগোনা। তবে খুব কম মানুষই জানেন যে, তার আসল নাম পুষ্পরাগ রায় চৌধুরী।
যিশু সেনগুপ্ত : যিশুরও আসল নাম যিশু নয়। অভিনেতার আসল নাম ছিল বিশ্বরূপ সেনগুপ্ত। দীর্ঘ কেরিয়ারে সঞ্চালনা থেকে শুরু করে বানিজ্যিক ফিল্ম আর্ট ফিল্ম সব জায়গাতেই কাজ করেছেন তিনি।
জিৎ : এইমুহুর্তে টলিটাড়ার প্রথম সারির অভিনেতা হলেন জিৎ। কেরিয়ারের প্রথম দিকে কাজ করেছেন তেলেগু ছবিতেও। বাংলা ধারাবাহিকেও নজর কেড়েছিল জিতের অভিনয়। ৫২ বছর বয়সী এই অভিনেতার আসল নাম জিতেন্দ্র মদনানী।
হিরণ চট্টোপাধ্যায় : টলি পাড়ার আরেক নায়ক হিরণের গোটা নামও অনেকের অজানা। ‘ভালোবাসা ভালোবাসা’র নায়কের পুরো নাম হিরণ্ময় চট্টোপাধ্যায়।
কোয়েল মল্লিক : ছদ্মনামী নায়কদের ভিড়ে রয়েছে এক নায়িকার নামও। এটা হয়ত অনেকেই জানেন না যে, রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিকের আসল নাম অন্যকিছু। কোয়েলের আসল নাম রুক্মিণী মল্লিক।
চিরঞ্জিত : আশি, নব্বইয়ের দশকে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হলেন চিরঞ্জিৎ চক্রবর্তী। তাঁর ছবি যেমন সুপারহিট, তেমন একাধিক সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে। এহেন অভিনেতার আসল নাম জানেন? চিরঞ্জিত নামে পরিচিত এই অভিনেতার আসল নাম দীপক চক্রবর্তী।