King Cobra

Moumita

ফণা তুলে দাঁড়িয়ে ১৩ ফুটের কিং কোবরা, ১ মিনিটের ভিডিও দেখেই ভয়ে কাঁপছে নেটজনতা

সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন কত অদ্ভুত ঘটনার সাক্ষী আমাদের হতে হয় তার ইয়ত্তা নেই। মুঠোফোন খুলে ডেটা অন করলেই ভেসে আসে নানান ধরণের সব খবরাখবর। কখনও কখনও এমন সব ছবি ভিডিও ভাইরাল হয় যা দেখে আত্মারামের তো খাঁচা ছাড়ার মতো অবস্থা হয়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

   

আপনি যদি সরিসৃপ ভালোবাসেন তাহলে এই ভাইরাল ভিডিওতে আপনার চোখ আটকাবেই। ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা, যিনি মাঝেমধ্যেই বন্যপ্রাণীদের অদ্ভুত সব কীর্তিকলাপ শেয়ার করে থাকেন, তিনিই এই ভিডিওটি শেয়ার করেছেন। বিশদে যাওয়ার আগে বলে দিই, ভিডিওটি একটি কিং কোবরার।

তিনি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘কিং কোবরা আক্ষরিক অর্থে “দাঁড়াতে” এবং একজন পূর্ণ বয়স্ক ব্যক্তিকে সোজাসুজি চোখে দেখতে পারে। মুখোমুখি হলে, তারা মাটি থেকে এর শরীরের এক তৃতীয়াংশ পর্যন্ত তুলতে পারে।’ ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সুশান্ত নন্দার এই ভিডিওটি।

ভিডিওতে (Viral Video)দেখা যাচ্ছে, একটি বড় কিং কোবরা (King Cobra) খাড়া অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ২৭ ফেব্রুয়ারি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেছেন তিনি। তারপর থেকেই ট্রেন্ডিংয়ে রয়েছে ভিডিওটি। ইতিমধ্যেই ৫ লাখেরও বেশি ভিউ পেয়েছে সুশান্ত নন্দার (Sushant Nanda) এই টুইট (Tweet)। কমেন্ট বক্সেও উপচে পড়ছে মানুষের ভিড়।

একজন ব্যবহারকারী লিখেছেন, “মানুষের মতো লম্বা এই বিশালাকার কিং কোবরাটির ভিডিও সরীসৃপের মুখোমুখি হওয়ার বিপদ প্রমাণ করে। #IFS অফিসার সুশান্ত নন্দা যেমন শেয়ার করেছেন, এটি একজনের মেরুদণ্ডকে ঠান্ডা করার জন্য যথেষ্ট।” অন্য একজন মন্তব্য করেছেন, ”ভয়ঙ্কর দৃশ্য।” জনৈক মন্তব্য, ”সাপ সবসময়ই মুগ্ধ করে।”

প্রসঙ্গত উল্লেখ্য, কিং কোবরা, বিশ্বের অন্যতম বিষাক্ত এবং দীর্ঘতম বিষাক্ত সাপগুলির মধ্যে একটি। একটি প্রাপ্তবয়স্ক কিং কোবরা ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্য এবং ২০ পাউন্ড (৯ কেজি) পর্যন্ত ওজনের হতে পারে। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, তারা আক্ষরিক অর্থে ‘দাঁড়াতে’ এবং সোজাসুজি চোখে একজন পূর্ণ বয়স্ক ব্যক্তিকে দেখতে পারে। একটি কামড়ে তারা যে পরিমাণ নিউরোটক্সিন সরবরাহ করতে পারে তা ২০ জনকে মারার জন্য যথেষ্ট।