Travel

Moumita

দীঘা-পুরী গিয়ে বোর হয়ে গেছেন! পকেটে ১০০০ টাকা থাকলেই ঘুরে আসতে পারেন এই পাহাড়ি গ্রাম থেকে, মন ভরে যাবে

বাঙালির বেড়ানো মানেই, দী-পু-দা। তবে গরমকালে দীঘা-পুরী মানেই কাঠফাটা গরম আর রোদ। এমতাবস্থায় বাকি রইল বাঙালির সবে ধন নীলমণি দার্জিলিং (Darjeeling)। তবে এই শহরের জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনই বাড়ছে জনঘনত্ব। তাই এখন অনেকেই চাইছেন অফবিট দার্জিলিং। আজ এমনই এক অফবিট ডেস্টিনেশনের (Offbeat Destination)সন্ধান রইল নিউজশর্টের পাতায়।

   

আর তাছাড়া ঘুরতে ইচ্ছে করছে বললেই তো হয়না। পাশাপাশি পকেটের খেয়ালটাও রাখতে হয় বৈকি। সংসারের খরচ খরচা কুলিয়ে কোথাও ঘুরতে যাওয়া অনেকের কাছেই চাপের বিষয় হয়ে দাঁড়ায়। এমতাবস্থায় দার্জিলিং এর এমন জায়গার বিষয়ে জানাবো যা নিয়ে খুব কম মানুষই অবগত। এবং খরচও একেবারে সাধ্যের মধ্যে।

দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে পাহাড় উপভোগ করার আদর্শস্থান এটি। সামনেই রয়েছে চা বাগান, পিছনে পাহাড়। আর এই দুইয়ের মাঝে রয়েছে এই তাকদা গ্রাম। দার্জিলিং থেকে মাত্র ২৮ কিমি দূরেই রয়েছে এই স্থান। সেখানে আপনি দেখতে পাবেন শতবর্ষ প্রাচীন ঝুলন্ত ব্রিজ।

Takdah,তাকদা,দার্জিলিং,ভ্রমণ,দর্শনীয় স্থান,কম খরচ,কাঞ্চনজঙ্ঘা,Darjeeling,Travel,Tourist Places,Reasonable Price,Kanchanjangha

উল্লেখ্য, দুরপিনদারা ভিউ পয়েন্ট থেকে দারুণ দর্শন মিলবে পাহাড়ের। তাছাড়া এখানে ব্রিটিশ আমলের ছাপও বেশ স্পষ্ট দেখতে পাবেন। এখানের তাকদা অর্কিড সেন্টারটি তাকদা গ্রাম থেকে মাত্র ২ কিমি দূরেই অবস্থিত। দেখতে পাবেন রংবাহারি দুর্লভ অর্কিডের সমাহার।

Takdah,তাকদা,দার্জিলিং,ভ্রমণ,দর্শনীয় স্থান,কম খরচ,কাঞ্চনজঙ্ঘা,Darjeeling,Travel,Tourist Places,Reasonable Price,Kanchanjangha

এর পাশেই রয়েছে ধোত্রে, তিনচুলে ইত্যাদির মত সুন্দর সুন্দর জায়গা। সেখান থেকেও পাহাড়ের অত্যাশ্চর্য পাহাড়ের ভিউ পাবেন। থাকার জন্য আপনি সামনেই লামাহাট্টায় থাকতে পারেন। পাহাড়ে ঘেরা সেরা জায়গা এই তাকদা। তাই পরের বার দার্জিলিং ঘুরতে গেলে এই স্থান দেখে আসতেই পারেন।