সমুদ্রের কথা উঠলেই যে নামদুটো সবার আগে মাথায় আসে তা হল দীঘা (Digha) এবং পুরী (Puri)। আর পাহাড় বললে যে নামটা আসবে তা হল দার্জিলিং। তবে আজকাল অবশ্য ব্লু ওয়াটার দেখার জন্য অনেকেই ভিড় জমাচ্ছেন আন্দামানে (Andaman)। তবে এছাড়াও আরো একটি দূর্দান্ত জায়গার খোঁজ দেব আমরা।
বিশেষ করে নতুন কাপলদের জন্য তো বটেই। কারণ অনেকেই এখন একান্তে সময় কাটানোর জন্য অফবিট জায়গার খোঁজ করছেন। তাই আমরা আজ বেশ এক অফবিট ডেস্টিনেশনের ব্যাপারে জানাবো। হানিমুনে যাওয়ার প্রয়োজন এবার এই স্থান ঘুরে আসতে পারেন।
প্রথমেই বলি, জায়গাটি ঝাড়খণ্ডে অবস্থিত। এই স্থানটির নাম ‘আসনাবনি’ গ্রাম। সেখানে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য এবং মনোরম পরিবেশ। সঙ্গিকে নিয়ে নিভৃতে সময় কাটানোর একেবারে আদর্শ জায়গা এটি। একদিকে লেকের সৌন্দর্য, অন্যদিকে পাহাড়ের হাতছানি, সবই রয়েছে এখানে।
এখানে দলমা পাহাড়ের পাদদেশে বেশ সুন্দর সময় কাটাতে পারবেন আপনারা। চাইলে চড়ুইভাতিও করে নিতে পারেন। সেখানের অপরূপ মনোরম পরিবেশের মাঝে জলের লেক দেখে মন ভরে উঠবে। উল্লেখ্য এই সেই দলমা পাহাড় যেখান থেকে হাতির দল সমতলে নেমে আসে।
কীভাবে যাবেন : যাওযার জন্য আপনাদের টাটা নগরগামী যে কোনো ট্রেনে চেপে নামতে হবে টাটাতে। এবার সেখান থেকে আসানবনি পৌঁছানোর জন্য কোনো একটি গাড়ি ভাড়া করে নিলেই হলো। তাই সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরে আসার ইচ্ছে হলে আজই চলে যান ঝাড়খণ্ডের ‘আসনাবনি’।