New Rules,Indian Government,নতুন নিয়ম,ভারতীয় সরকার

Moumita

মধ্যবিত্তের পকেটে আবারও টান, ১ অক্টোবর থেকেই একাধিক নিয়মে আসছে বড়ো বদল

অক্টোবার মাস শুরু হতে আর মাত্র দুটো দিন বাকি। নতুন মাস, বলা ভালো পুজোর মাস। একদিকে যখন সবাই উৎসবের আনন্দে মাতোয়ারা তখন আবার সরকার একাধিক নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। আর এর প্রভাব পড়বে সরাসরি মধ্যবিত্তের পকেটে। এমতাবস্থায় অবশ্যই নিয়মগুলি জেনে নিন।

   

প্রথমত বলে রাখি আগামী মাস থেকে ডিম্যাট অ্যাকাউন্ট, অটল পেনশন যোজনা, মিউচুয়াল ফান্ডে নমিনেশন সহ, কার্ড টোকেনাইজেশন এবং ছোট সঞ্চয় প্রকল্পে সুদের নিয়মে পরিবর্তন হতে চলেছে। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করতে চলেছি।

ডিম্যাট অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিফিকেশন সম্পন্ন করতে হবে : সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই টু-ফ্যাক্টর অথেন্টিফিকেশন (Two-factor authentication) সম্পূর্ণ করে নিতে হবে। কোনো অ্যাকাউন্টধারী যদি এটি করতে ব্যর্থ হন তাহলে তিনি আর তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেননা।

মিউচুয়াল ফান্ডে নমিনেশন : এই নতুন নিয়ম অনুযায়ী, মিউচুয়াল ফান্ডে বিনিময়কারী ব্যক্তিদের ১ অক্টোবরের মধ্যেই নমিনেশন ডিটেইলস জমা করতে হবে। কেউ যদি সেটি করতে না পারেন সেক্ষেত্রে তাকে একটি ডিক্ল্যারেশন ফর্ম পূরণ করতে হবে। যেখানে উল্লেখ থাকবে যে, তিনি নমিনেশনের সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পাশাপাশি সরকার মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিকে যে নির্দেশিকা দিয়েছে তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, বিনিয়োগকারীদেরকে নমিনেশন পূরণের জন্য ফিজিক্যাল এবং ডিজিটাল উভয় নথী দিতে হবে। প্রথম বিকল্পের (ফিজিক্যাল) ক্ষেত্রে বিনিয়োগকারীদের ফর্ম পূরণ করে স্বাক্ষর করতে হবে। অপরদিকে, ডিজিটাল পদ্ধতিতে বিনিয়োগকারীদের ই-সাইন করতে হবে।

আয়কর প্রদানকারীদেরকে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে : অটল বিহারী পেনশন যোজনাতেও এসেছে বড়ো পরিবর্তন। জানা যাচ্ছে, যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা এবার থেকে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেননা। আগে ১৮-৬০ বছর বয়সি যে কেউ এই প্রকল্পে টাকা রাখতে পারতেন এবং পরবর্তীতে প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পেতেন।

চালু হবে টোকেনাইজেশন সিস্টেম : আগামী ১ অক্টোবর থেকে টোকেনাইজেশন ব্যবস্থা কার্যকর হতে চলেছে গোটা দেশে। অর্থাৎ, এটি চালু হওয়ার পরে এবার থেকে কোনো ই-কমার্স ওয়েবসাইট বা পেমেন্ট গেটওয়ে আপনার কার্ডের তথ্য সংরক্ষণ করতে পারবেনা। যার ফলে গ্রাহকদের সঙ্গে প্রতারণার ঝুঁকিও কমবে।

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদ : পাশাপাশি একটা ভালো খবরও রয়েছে। এবার থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদ বাড়ানোর ঘোষণা করা হতে পারে। কারণ আরবিআই (RBI) রেপো রেট বাড়ানোর পর থেকে দেশের প্রায় সব ব্যাঙ্কই সুদের হার বাড়িয়েছে। এমতাবস্থায় এই পদক্ষেপ মানুষের মুখে হাসি ফোটাবে বলেই ধারনা।