সৌন্দর্যের কথা বললেই মাথায় আসে বলিউডের অভিনেত্রীদের (Bollywood Actress) নাম। অভিনয়ের সাথে সাথে নিজেদের গ্ল্যামারাস লুক দিয়েও মুগ্ধ করেছে দর্শকদের। সৌন্দর্যের নিরিখে স্বর্গের পরীরাও তাদের কাছে হার মানতে বাধ্য। তবে কখনও জানতে ইচ্ছে হয়েছে যে মেক-আপ (Makeup) ছাড়া তাদের কেমন দেখতে? চলুন আজ এমনই ৯ বলি সুন্দরীর সাথে পরিচয় করা যাক যাদের মেকাপ ছাড়াই তাজা গোলাপের মতো উজ্জ্বল।
১) ঐশ্বরিয়া রাই বচ্চন : তার নামের মধ্যেই লুকিয়ে রয়েছে সম্ভ্রম। বয়স যেন বাড়তেই চায়না প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চনের। দেখুন তো মেক-আপ তুলে নিলে তাকে কেমন দেখায়!
২) মাধুরী দীক্ষিত নেনে : বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত নেনে, বাস্তব জীবনেও মেকআপ ছাড়াই নজরকাড়া সুন্দরী। রইল তার মেক-আপ বিহীন চেহারা।

৩) জুহি চাওলা : প্রাক্তন মিস ইন্ডিয়া জুহি চাওলাকে দেখলে কে বলবে যে ইনি জীবনের ৫০ টা বসন্ত পার করে গেছেন। বছর ৫০ এর এই সুন্দরী এখনও যে কোনও পুরুষের হৃদয় হরণ করার ক্ষমতা রাখেন। তবে সম্প্রতি মুখে বার্ধক্যের ছাপ এলেও পুরুষদের কাছে এখনও তিনি একই রকম আকর্ষণীয়া।
৪) করিনা কাপুর খান : খান বেগমের প্রচু্র মেকাপ হীন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে। উল্লেখ্য, এমন অনেক ছবিও আছে যেখানে তিনি মেকাপ ছাড়াই শুটিং করেছেন। এই ফিটনেস ফ্রিক বলি সুন্দরীর সৌন্দর্য মেক-আপের অপেক্ষা করেনা।
৫) শিল্পা শেঠি কুন্দ্রা : বলিউডের আরেক বোল্ড বিউটি শিল্পা শেঠি কুন্দ্রা। নিজের গ্ল্যামারাস অবতারের সৌজন্যে সর্বদাই খবরের শিরোনামে থাকেন তিনি। টিভি রিয়েলিটি শো ইন্ডিয়া’স গট ট্যালেন্টে’ এর অন্যতম এই বিচারককে মেক-আপ ছাড়া ঠিক ততটাই সুন্দরী দেখায়।
৬) প্রিয়াঙ্কা চোপড়া জোনাস : বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির “দেশী গার্ল” প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে মেকাপ ছাড়া চেনা একটু কঠিন হলেও তিনিও যথেষ্ট সুন্দরী।
৭) আলিয়া ভাট : যারা আলিয়াকে ইনস্ট্রাগ্রামে ফলো করেন তারা মাঝে মাঝেই তার মেক-আপ ছাড়া ছবি দেখতে পান। বাস্তব জীবনে খুব বেশি মেকাপের আড়ম্বর পছন্দ করেননা আলিয়া। টোল পড়া হাসিতে মেকআপ ছাড়া আলিয়াকে যথেষ্ট সুন্দরী দেখায়।
৮) কাজল : মায়া নগরীর রাস্তায় প্রায়ই মেকআপ ছাড়াই দেখা যায় কাজলকে। তবে বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন কাজল। সৌন্দর্যের কথা বললে মেকাপের প্রলেপ ছাড়াই একইরকম মোহময়ী অজয়পত্নী কাজল।
৯) দীপিকা পাড়ুকোন : দীপিকা পাড়ুকোন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী এবং অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী। বাস্তব জীবনে অত্যন্ত সাদামাটা থাকতে পছন্দ করেন তিনি। কোমল ত্বকের অধিকারী দীপিকাকে শুটিং ছাড়া খুব একটা মেকাপ করতে দেখা যায় না।