বি-টাউনের তাবড় তাবড় তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কৌতূহলের অভাব নেই সাধারণ মানুষের মধ্যে। তার সাথে তাঁদের স্ত্রীরা কোন কোন পেশায় সংযুক্ত রয়েছেন, তা নিয়েও কৌতূহল রয়েছে অনুরাগীদের মনে। রূপালী পর্দার এপারে তারা সুপারস্টার হলেও বাস্তব জীবনে তাদের তারাই পর্দার নায়কের মেরুদণ্ড। সেই জায়গা থেকে অনেকেরই এটা অজানা যে বহু তারকার স্ত্রীরাও তাঁদের স্বামীর মতোই ২৪ ঘণ্টা ব্যস্ততাতে কাটান। বহু তারকপত্নীরই রয়েছে নিজের ব্যবসা। দেখে নেওয়া যাক এইসব তারকাদের অন্দরমহলের কাহিনি।
১) আয়েশা শ্রফ:- অভিনেতা জ্যাকি শ্রফ এবং আয়েশা শ্রফের প্রেমের গল্প তো সবাই জানেন। ১৯৮৭ সালের ৫ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দুজন। জ্যাকি শ্রফকে সবাই চেনেন, কিন্তু তার স্ত্রী আয়েশার সঙ্গেও ফিল্ম জগতের একটা সম্পর্ক আছে, এটা খুব কম মানুষই জানে। বর্তমানে, তিনি পর্দার আড়াল থেকে সবকিছু পরিচালনা করেন। আসলে আয়েশা শ্রফ একজন চলচ্চিত্র প্রযোজক। জ্যাকি শ্রফের সাথে, তিনি মিডিয়া কোম্পানি ‘জ্যাকি শ্রফ এন্টারটেইনমেন্ট লিমিটেড’ পরিচালনা করেন।
২) সুনীতা কাপুর:- অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুরও একজন সফল ব্যবসায়ী। ভারতের ফ্যাশন স্টাইলিস্ট এবং বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের মধ্যে অন্যতম তিনি। এগুলি ছাড়াও তার নিজের একটি সফল জুয়েলারি লাইনও রয়েছে। ভারতের বিভিন্ন রয়্যাল ফ্যামিলতে তার ডিজাইন করা গহনার ব্যাপক চাহিদা রয়েছে। ফোর্বস এবং বিজনেস ইনসাইডারের সমীক্ষা অনুযায়ী সুনীতা কাপুরের মোট সম্পদ প্রায় ১৫০ কোটি টাকা।
৩) মানা শেঠি:- রূপে ও গুণে কার্যত সাক্ষাৎ দেবী সুনীল শেট্টির স্ত্রী মানা শেট্টি। বহু মহিলার কাছেই মানা শেট্টির কর্মজীবন কার্যত একটি অনুপ্ররেণা। সুনীল শেঠির স্ত্রী মানা শেঠি ভারতের একজন সুপরিচিত বিজনেস ওমেন। মানা তার ফার্নিচারের ব্যবসার জন্য সুপরিচিত। এছাড়াও, মানা শেঠি একটি লাইফস্টাইল স্টোরও চালান যেখানে সাজসজ্জা থেকে শুরু করে দৈনন্দিন বিলাসিতা সবই পাওয়া যায়। তিনি ‘সেভ দ্য চিলড্রেন ইন্ডিয়া’ নামে একটি এনজিওর সাথেও যুক্ত। এনজিও তহবিল সংগ্রহের জন্য, মানা শেঠি ‘আরিশ’ নামে সময়ে সময়ে প্রদর্শনীর আয়োজন করে এবং সেখান থেকে যা অর্থ আসে তা মহিলাদের প্রয়োজনে ব্যবহার করা হয়। মানা শেঠিকে একজন সফল ব্যবসায়ী নারীর পাশাপাশি একজন সফল সমাজকর্মী এবং রিয়েল এস্টেট কুইন হিসেবেও বিবেচনা করা হয়।
৪) প্রিয়া রুঞ্চাল:- বরাবরই নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন জন আব্রাহামের স্ত্রী প্রিয়া রুঞ্চাল। প্রিয়া পেশাগতভাবে একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট। না কোনো কোম্পানিতে কাজ করেন না প্রিয়া, উনি নিজের স্বামীর প্রোডাকশন হাউসের সমস্ত হিসাব দেখাশোনা করেন দায়িত্ব সহকারে। প্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার স্কুলিং করেছেন এবং তারপর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নিয়েছেন এরপর তিনি লন্ডন থেকে এমবিএ সম্পন্ন করেন। এক সাক্ষাৎকারে জন জানিয়েছিলেন, প্রিয়া সমস্তরকমভাবে চেষ্টা করে জনকে সাহায্য করার।
৫) আমাল সুফিয়া:- দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় নাম দুলকার সালমান। তার স্ত্রী আমাল সুফিয়া পেশায় একজন আর্কিটেক্ট। ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ক্ষেত্রেও তার নামডাক প্রচুর। মিডিয়া সূত্রে খবর বর্তমানে তার মোট সম্পদ প্রায় ১৫০ কোটি টাকা। ২০১১ সালে এই দুলাকার এবং সুফিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন, বর্তমানে তাদের একটি কন্য সন্তানও রয়েছে।