বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,গদর ২,সানি দেওল,আমিশা প্যাটেল,Bollywood,Entertainment,Gossip,Gadar 2,Controversy,Sunny Deol,Amisha Patel

Moumita

দীর্ঘ ২০ বছর পর ফিরছে সানি-আমিশার অমর প্রেমকাহিনী, তবুও বয়কটের মাঝে পড়তে হচ্ছে ‘গদর ২’-কে!

সাল ২০০১, ট্রাক ড্রাইভার তারা সিং ও সাকিনার ভালবাসার গল্পে মশগুল হয়ে উঠেছিল গোটা দেশ। ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গান তখন সবার মুখে মুখে। মুক্তির সাথে সাথেই ব্লক ব্লাস্টার হিট সানি দিওল আর আমিশা প্যাটেলের ছবি ‘গদর এক প্রেম কথা’।

   

আজও যদি বলিউডের সেরা প্রেম কাহিনীর কথা জিজ্ঞেস করা হয় তো নিঃসন্দেহে উঠে আসবে এই ছবির নাম। গদর ছবির মাধ্যমে দেশভাগের প্রেক্ষাপটে এক অসাধারণ প্রেম কাহিনী বলেছিলেন পরিচালক অনিল শর্মা। সানি-আমিশার রসায়ন এতোটাই বিমোহিত করেছিলো মানুষকে যে, মাত্র ১৯ কোটি দিয়ে তৈরি ছবির কালেকশন ছিলো ১৩৩ কোটি টাকা।

২০০১ এর পর পেরিয়ে গেছে পুরো দুটো দশক। দুই দশক পর আবার একবার ক্যামেরার সামনে এলেন তারা সিং ওরফে সানি দেওল এবং সাকিনার বেশে আমিশা প্যাটেল। অর্থাৎ খুব শীঘ্রই আসতে চলেছে ছবির সিক্যুয়েল ‘গদর ২’। খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলে এসেছে ছবির নাম। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উচ্ছাস তো দেখার মতো।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,গদর ২,সানি দেওল,আমিশা প্যাটেল,Bollywood,Entertainment,Gossip,Gadar 2,Controversy,Sunny Deol,Amisha Patel

আসলে অনেকের মতেই, ভারত-পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে লেখা এই গল্পের মধ্যে ছিল রামায়ণের নির্যাস। ভগবান শ্রীরাম যেভাবে দেবী সীতাকে শত্রুপুরী লংকা থেকে উদ্ধার করেছিলেন একইরকমভাবে শত্রুদেশে গিয়ে সাকিরাকে উদ্ধার করে নিয়ে আসে তারা সিং। ছবির সিক্যুয়েল প্রসঙ্গে পরিচালক অনিল শর্মা জানিয়েছেন যে, ‘২০ বছর পর আজও ‘গদর’ ছবির প্রেক্ষাপট সমান প্রাসঙ্গিক। বাস্তব এবং ড্রামার মিশেলে তৈরি হবে এই গল্প’। তাই এই ছবিকে ঘিরে উত্তেজনার শেষ নেই অনুরাগীদের মধ্যে।

তবে এখানেও শুরু হয়েছে একটা সমস্যা। ‘গদর ২’ এর ট্রেলার প্রকাশ্যে আসতেই সুপ্রিম কোর্টে ছবি বন্ধ করার জন্য আপিল করা হয়েছে। সূত্রের খবর, এক জনৈক আইনিজীবি আদিল আহমেদ এই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তার মতে এই ছবির মাধ্যমে নাকি মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হেনেছে পরিচালক। আর এই দাবিতেই ছবি ব্যান করার জন্য উঠেপড়ে লেগেছেন তিনি।

বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,গদর ২,সানি দেওল,আমিশা প্যাটেল,Bollywood,Entertainment,Gossip,Gadar 2,Controversy,Sunny Deol,Amisha Patel

খবর প্রকাশ্যে আসতেই রাগে ফুঁসছে দেশের মানুষ। প্রত্যেকেরই একই বক্তব্য, দেশভক্তিকে ঘিরে তৈরি এই ছবি একজন প্রকৃত দেশপ্রেমিক কখনোই ব্যান করতে পারেনা। এক ইউজার স্পষ্ট তো বলেই দিয়েছেন, “যে সম্প্রদায়ের নাম নিলেই অবমাননা হয়ে যায় তাদের সব কথা মানতে গেলে দেশ চালানোই তো দায়”। অপর একজনের মন্তব্য, “আমার প্রিয় নায়ক/হিরো সানি দেওল। তাছাড়া সানি দেওল একজন দেশপ্রেমী। তাই আমার পূর্ণ সমর্থন।” এছাড়া তারা এও জানিয়েছেন তারা তো যাবেনই, সাথে আত্মীয় বন্ধু-বান্ধব সকলকে নিয়ে যাবেন ছবিটি দেখতে”।