Arijit

টি-২০ বিশ্বকাপে এই ভারতীয় ক্রিকেটার গেমচেঞ্জার হয়ে উঠবে, দাবি গৌতম গম্ভীরের

প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার ঘোষিত হয়েছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে একাধিক চমক রেখেছে ভারতীয় নির্বাচকরা। এমন কয়েকজনকে ভারতীয় দলে নেওয়া হয়েছে যাদের কথা হয়তো ভাবতেও পারেনি ভারতীয় ক্রিকেট প্রেমীরা। আবার বেশ কয়েকজন উল্লেখযোগ্য ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

   

দীর্ঘদিন ধরে ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে চার নম্বর পজিশনে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছিলেন শ্রেয়াস আইয়ার। তবে চোটের কারণে বেশ কিছুদিন তিনি ভারতীয় দলের বাইরে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে নেওয়া হলেও, রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। অপরদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে সূর্য কুমার যাদবকে।

সূর্য কুমার যাদবকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। গম্ভীর দাবি করেছেন, ” টি-টোয়েন্টি ক্রিকেটে চার নম্বরে সূর্য কুমার যাদব অসাধারণ ব্যাটসম্যান। বেশ কিছু ক্ষেত্রে শ্রেয়াস আইয়ারের থেকে এগিয়ে রয়েছে সূর্য। ওর খেলার টেকনিক খুব সুন্দর, ওর হাতে সুন্দর শট রয়েছে। রয়েছে বিভিন্ন বিকল্প শটও। আর সেই কারণেই সূর্যকে নিয়ে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচকরা।”