Arijit

‘ক্রিকেটের স্পিরিট নিয়ে জ্ঞান’, রিকি পন্টিং ও শেন ওয়ার্নকে ধুঁয়ে দিলেন গৌতম গম্ভীর

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচে স্পিরিট অফ স্পোর্টস ভঙ্গ করেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। বোলিং করার সময় পাকিস্তানি বোলার মহম্মদ হাফিজের হাত থেকে একটি বল পিছলে যায় আর সেই বলে দৌড়ে এসে ছক্কা হাকান অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এটি ক্রিকেটের নিয়মে বৈধ হলেও স্পিরিট অফ স্পোর্টস ভঙ্গ করে লজ্জিত করেছে ক্রিকেটকে।

   

আর ওয়ার্নারের এই ভাবে ছক্কা হাকানোয় বেজায় চটেছেন বেশ কয়েক জন প্রাক্তন ক্রিকেটার। তারা ওয়ার্নারের স্পিরিট অফ স্পোর্টস নিয়ে প্রশ্ন তুলেছেন। এই তালিকায় সবার ওপরে নাম রয়েছে প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীরের।

তবে ওয়ার্নারকে উপলক্ষ করে গম্ভীর নিশানা করেছেন অস্ট্রেলিয়ান দুই প্রাক্তন ক্রিকেটারকে। গম্ভীরের নিশানায় অস্ট্রেলিয়ান দুই প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং এবং শেন ওয়ার্ন।

 

সেমিফাইনালের শেষে স্টার স্পোর্টসের আলোচনায় টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা বলেন, ‘শেন ওয়ার্ন, রিকি পন্টিংরা সব বিষয়েই টুইট করেন। বড়বড় কথা বলেন। এখন তাঁরা চুপ কেন? অশ্বিন মানকাড আউট করলে লম্বা-চওড়া কথা বলেন পন্টিংরা, ওয়ার্নারের বেলায় কী বলবেন শেন ওয়ার্ন? অন্যের দোষ দেখা সহজ কাজ। নিজেদের প্লেয়ার নিয়ে কথা বলা কঠিন।’