Arijit

‘ভারতের অধিনায়কত্ব ওর জন্মগত সম্পত্তি নয়’, ধোনির প্রসঙ্গ টেনে কোহলিকে সপাটে দিলেন গম্ভীর

শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আগেই টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই অধিনায়কত্ব করতেন। কিন্তু সাউথ আফ্রিকার কাছে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হেরে যাওয়ার পর টেস্ট ক্রিকেটেও অধিনায়কত্ব ছেড়ে দিলেন কোহলি।

   

এবার বিরাট কোহলির অধিনায়কত্ব পদ থেকে পদত্যাগ করা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর এর মতে, ‘ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব কারণ ব্যক্তিগত সম্পদ নয় কিংবা জন্মগত অধিকার হতে পারে না। একটা নির্দিষ্ট সময়ের পর সেটা অন্যের হাতে তুলে দিতে হয়।’

এছাড়াও গম্ভীর বলেছেন, ‘মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারকেও বিরাট কোহলির হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিতে হয়েছিল। ধোনিকেও কোহলির নেতৃত্বে খেলতে হয়েছিল। যিনি নিজে তিনবার ICC এবং তিন-চারবার IPL খেতাব জয় করেছেন। আমার মনে হয়, বিরাট কোহলিকে নিজের রান করার দিকেই বেশি করে নজর দেওয়া উচিত। এটাই এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।’