Arijit

শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কি সমস্যায় পড়বে ভারত? বিস্ফোরক গৌতম গম্ভীর

ঘোষিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। সূচি অনুযায়ী ভারতের প্রথম ম্যাচই পাকিস্তানের বিরুদ্ধে। আগামী 24 শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মতো এত বড় একটা মঞ্চ, আর সেখানে প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান? এতে কি সমস্যায় পড়বে ভারত? নাকি এরফলে সুবিধা হল ভারতের? সেই নিয়ে নানান প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট মহলে। এবার এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। গম্ভীরের মতে প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে খেলা হয়ে গেলে সুবিধাই হবে ভারতের। এতে বিশ্বকাপের বাকি ম্যাচ গুলিতে মনসংযোগ ধরে রাখতে পারবে ভারতীয় খেলোয়াড়রা।

   

2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে ছিলেন গৌতম গম্ভীর। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “2007 সালে যেবার আমরা বিশ্বকাপ জিতেছিলাম সেবার প্রথমেই আমরা পাকিস্তানকে খেলে নিয়েছিলাম। আমাদের প্রথম ম্যাচ ছিল স্কটল্যান্ড এর বিরুদ্ধে কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে যায় এবং দ্বিতীয় ম্যাচে আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলি। প্রথমেই পাকিস্তানের বিরুদ্ধে খেলে নেওয়ায় ওদের নিয়ে আর ভাবতে হয় না। বাকি ম্যাচ গুলিতে মনসংযোগ বাড়ানো যায়।”

তবে ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল যাই হোক না কেন ফের যে দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ হতে চলেছে এটা ভেবেই বেশ খুশি প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর।