Arijit

এই দুর্বল দেশকে টি-২০ বিশ্বকাপের কালো ঘোড়া আখ্যা দিলেন গম্ভীর, বললেন ওরা ভয়ঙ্কর

আর কয়েক মাসের অপেক্ষা তারপরই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপকে কেন্দ্র করে প্রত্যেক দেশই নিজের নিজের দল সাজাতে শুরু করেছে। আগামী 17 ই অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও এবারের বিশ্বকাপ আয়োজনের সমস্ত দায়িত্বই থাকবে বিসিসিআইয়ের হাতে। বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততই বিশ্বকাপকে ঘিরে বিশেষজ্ঞরা নিজের নিজের মতামত স্থাপন করতে শুরু করেছে। অনেকেই এবারের বিশ্বকাপের ফেভারিট দল এবং সম্ভাব্য চ্যাম্পিয়ন বেছে নিয়েছেন। এবার বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।

   

আগামী 24 শে অক্টোবর বিশ্বকাপের ধুন্ধুমার ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। এই প্রসঙ্গে 2007 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে 75 রানের ঝকঝকে ইনিংস খেলা গৌতম গম্ভীর বলেছেন, “পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারত। এই ম্যাচে পাকিস্তানের উপর অনেক বেশি চাপ থাকবে।”

এর পাশাপাশি গৌতম গম্ভীরের মতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘাতক হতে চলেছে আফগানিস্তান। গম্ভীর মনে করেন টি-টোয়েন্টি ফরম্যাট এমন একটা খেলা যেখানে একজন খেলোয়াড় গোটা ম্যাচের রূপ বদলে দিতে পারে। আর তাই আফগানিস্তানকে এবারের বিশ্বকাপের কালো ঘোড়া আখ্যা দিয়েছেন গম্ভীর।