Arijit

গম্ভীরের মতে এই তরুণ ক্রিকেটার ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই খেলতে পারেন

আইপিএল মানে তরুণ ক্রিকেটারদের কাছে একটা বড় জায়গা যেখানে তারা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পায়। আইপিএলে ভালো পারফরম্যান্স করে অনেক ক্রিকেটারই রাতারাতি সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। আইপিএলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবারের আইপিএলে দল সংখ্যা বাড়িয়েছে বিসিসিআই। যার ফলে আরও বেশি করে তরুণ ক্রিকেটারদের খেলার সুযোগ বেড়েছে।

   

এবার আইপিএলে বেশ কিছু তরুণ ক্রিকেটার নজর কেড়েছে। যাদের মধ্যে অন্যতম হলেন সানরাইজার্স হায়দ্রাবাদের উমরান মালিক। নিজের বলের ভয়ঙ্কর গতি দিয়ে সারা বিশ্বের কাছে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন উমরান মালিক। এছাড়াও এবার আইপিএলে ভালো পারফরম্যান্স করেছে লখনউয়ের দুই জোরে বোলার আবেশ খান ও মসিন খান।

আইপিএলে ভালো পারফরম্যান্সে করে ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন আবেশ খান। এবার আবেশ খান সম্পর্কে গৌতম গম্ভীর বললেন, ‘ওর কাছে প্রতিভার কমতি নেই। গতি তো আছেই, পাশাপাশি মুশকিল ওভার গুলি বল করার মতো বড় মনও রয়েছে। তবে আমি চাই প্রতি ম্যাচেই যেন ধীরে ধীরে নিজেকে আরও উন্নত করে। ওর বয়স তো এখনও কম, আমার মনে হয় ভারতের হয়ে সব ফরম্যাটে খেলবে ও।”