Arijit

টি-২০ ক্রিকেট ধ্বংসের পেছনে দায়ী রোহিত, শুভমানরা, হঠাৎই বিস্ফোরক গেইল

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো পর্যন্ত সেরা ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল। এখনো পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে তাকেই বিবেচনা করা হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিকও তিনি। এবার সেই ক্রিস গেইল তুলোধনা করলেন বর্তমান দিনের ওপেনারদের। ক্রিস গেইলের মতে বর্তমান সময়ে টি-টোয়েন্টি ওপেনাররা এই ফরম্যাটকে অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটকে খুন করছে।

   

ক্রিস গেইল যে একেবারেই ভুল কথা বলেনি তা গত বছর আইপিএল-এ ওপেনারদের পারফরম্যান্স দেখলেই বোঝা যাবে। গত বছর আইপিএল-এ এমন বেশ কয়েকজন অপেরা রয়েছেন যাদের স্ট্রাইক রেট 115 থেকে 120 এর মধ্যে। টি-টোয়েন্টি ক্রিকেটে যা কখনই শোভা পায় না।

গত বছর আইপিএল ওপেন করতে নেমে শুভমান গিল, দেবদত্ত পাডিকেল, শিখর ধাওয়ান, কুইন্টন ডি কক এমনকি রোহিত শর্মারও স্ট্রাইক রেট আহামরি কিছু নয়। অপর দিকে টি-টোয়েন্টি ক্রিকেটের 453 টি ম্যাচ খেলে এখনো পর্যন্ত 150 এর বেশি স্ট্রাইক রেট রয়েছে ক্রিস গেইলের।

গেলের মতে এখনকার দিনে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনাররা খুব বেশি সাবধানী হয়ে ক্রিকেট খেলে। যেখানে টি-টোয়েন্টি ক্রিকেটে শুরু থেকেই ধুম ধারাক্কা মারা উচিত সেখানে প্রথম ছ-ওভারে তারা একেবারে ধীরে ইনিংস শুরু করে। যা ধীরে ধীরে টি-টোয়েন্টি ক্রিকেটকে খুন করছে বলে মনে করেন গেইল।