ভারতের কোন গ্রামে পুরুষদের প্রবেশ নিষেধ? উত্তর জানলে অবাক হবেন

নিউজশর্ট ডেস্কঃ General Knowledge Quiz: শুধু চাকরির পরীক্ষা নয়, সাধারণ জ্ঞানের(General Knowledge) নানারকম প্রশ্নের উত্তর জেনে রাখতে পারেন সকলেই। এটি এমন একটি জিনিস যেটির নির্দিষ্ট কোনো সীমা নেই। আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য কিছু অজানা প্রশ্নের উত্তর সম্পর্কে আপনাদের কাছে নিয়ে এসেছি। যা আপনাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রেও অনেক কাজে লাগবে।

১) প্রশ্নঃ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

২) প্রশ্নঃ কোন গাছ মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে?
উত্তরঃ গিম্পি গিম্পি।

৩) প্রশ্নঃ বলিউড কমেডি অভিনেতা গোবিন্দার আসল নাম কী জানেন?
উত্তরঃ অর্জুন আহুজা।

৪) প্রশ্নঃ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সমাধিস্থল কী নামে পরিচিত?
উত্তরঃ শান্তিবন।
৫) প্রশ্নঃ কোন ফলটি খেলে ইনস্ট্যান্ট শক্তি পাওয়া যায়?
উত্তরঃ কলা।
৬) প্রশ্নঃ সুনামি শব্দের অর্থ কী?
উত্তরঃ উপকূলীয় ঢেউ। এটি একটি জাপানি শব্দ।
৭) প্রশ্নঃ ভারতের কোন শহরে সবার প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়?
উত্তরঃ কলকাতা শহরে।
৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে ভাই বোনের মধ্যে বিয়ে হয়?
উত্তরঃ ছত্রিশগড় রাজ্যের ধুরোয়া উপজাতিদের।
৯) প্রশ্নঃ বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার?
উত্তরঃ পাকিস্তানের।
১০) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে পুরুষদের প্রবেশ নিষেধ?
উত্তরঃ হিমাচল প্রদেশের কাসোল গ্রাম।

Papiya Paul

X