Papiya Paul

একবার ডিপোজিট আজীবন প্রাপ্তি, প্রত্যেক মাসে পকেটে ঢুকবে মোটা টাকা, LIC-র এই পলিসি সম্পর্কে জানেন?

নিউজশর্ট ডেস্কঃ Lic বা Life Insurance Corporation of India হল মধ্যবিত্ত ভারতীয়দের অন্যতম ভরসার নাম। বহু মানুষ এই LIC র ভরসাতেই বাঁচেন। Lic-র নানান সময়ের জন্য নানান রকম বীমা সত্যিই কার্যকরী। তবে এখন এলআইসি শুধু আর বীমাতেই থেমে নেই। নানা রকম সেভিংস স্কিম সহ তারা নিয়ে এসেছে পেনশন স্কিমও। এমনই এক পেনশন স্কিমের কথা আজ আপনাদের বলব। এলআইসির নানান পেনশন স্কিম রয়েছে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো ওয়ান টাইম ডিপোজিট অর্থাৎ একবার টাকা ইনভেস্ট করে আজীবন পেনশন নেওয়া এই স্কিম। আসুন এই বিষয়ে জেনে নিই বিস্তারিত।

   

এলআইসির এই বিশেষ স্কিমে একবারে দিতে হবে পুরো টাকা । তারপর সর্বনিম্ন ৪০ বছর বয়সের পর থেকে গ্রাহকদের পেনশন দিতে শুরু করবে এলআইসি। বিশেষ এই স্কিমের নাম “সরল পেনশন যোজনা”। এটি মূলত একটি সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান। এই প্ল্যানে গ্রাহককে একবারই দিতে হয় মোটা টাকা। তারপর আজীবন থাকে না আর কোনো চিন্তা। প্রতি মাসেই সে পাবে পেনশন। এমনকি প্রাপকের মৃত্যু হলেও নমিনি পাবে প্রাপ্য অর্থ।

এই সরল পেনশন যোজনা ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান অর্থাৎ পলিসি কেনার সঙ্গে সঙ্গে পেনশনের টাকা পেতে শুরু করেন গ্রাহক। পলিসি নেওয়ার সময় যে পেনশন শুরু হয়, আজীবন তাই থাকে। কোনো পরিবর্তন হয় না টাকার অঙ্কের।

বিশেষ এই পলিসির রয়েছে নানান বিশেষত্ব। সেইগুলি হল –

• সর্বনিম্ন ৪০ বছর বয়সে সরল পেনশন যোজনা পলিসি কেনা যায়।
•সর্বোচ্চ বয়স ৮০ বছর।
• এই পলিসিতে গ্রাহককে সারাজীবন পেনশন দেওয়া হয়।
•পলিসি কেনার তারিখ থেকে ৬ মাস পর যে কোনও সময় সরল পেনশন যোজনা স্কিম সারেন্ডার করা যায়।
• এই স্কিমে গ্রাহক প্রতি মাদে সর্বনিন্ম ১০০০ টাকা পেনশন পেতে পারেন।
• এছাড়াও ৪০ বছর বয়সী কোনও ব্যক্তি যদি ১০ লাখ টাকার সিঙ্গল প্রিমিয়াম দেন তাহলে সে সারাজীবন বার্ষিক ৫০,২৫০ টাকা করে পেনশন পাবেন।
•পলিসি কেনার পরেই যদি কেউ জমা করা অর্থ ফেরত চান তাহলে ৫ শতাংশ কেটে নিয়ে টাকা ফেরত দেওয়া হবে।

এত কিছুর পরেও এই স্কিমে রয়েছে বিশেষ ঋণগ্রহণের সুবিধে। বিশেষ করে অসুস্থতার জন্য। পেনশন প্ল্যানের সঙ্গেই গুরুতর রোগের তালিকা দেওয়া হয়। তাই বিভিন্ন বিষয়ে মেলে লোনেরও সুবিধা।