Get Rs 10000 per month with SBI SWP Plan detailed calclations

প্রতিমাসে আসবে ১০০০০ টাকা! SBI-র এই মালামাল প্ল্যানে ইনভেস্ট করলেই লক্ষীলাভের গ্যারেন্টি

নিউজশর্ট ডেস্কঃ যে হরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে দ্বিতীয় আয়ের পথ খুঁজছেন সকলেই। বিশেষ করে সঞ্চয়ের (Savings) জন্য কোনো ভালো অফার বা স্কিমের সন্ধান পেলেই বিনিয়োগ (Investment) করতে চাইছেন অনেকেই। তাই আপনিও যদি সঞ্চয় করে প্রতিমাসে ১০০০ টাকা আয় করতে চান তাহলে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India) SWP Plan টাকা ইনভেস্ট করতেই পারেন।

বর্তমান বাজারে যেখানে ১০,০০০ টাকার চাকরি খুঁজতে হিমশিম খাচ্ছে। তবে চাইলে স্টেট ব্যাঙ্কের মিউচুয়াল ফান্ড প্ল্যান নিয়েই দশ হাজার টাকা বাড়ি বসে আয় করতে পারবেন আপনিও। কিভাবে এই স্কিমে বিনিয়োগ করা  যাবে? কারা কারা বিনিয়োগ করতে পারবেন? এই সমস্ত তথ্যই তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

SBI SWP Plan (Systematic Withdrawl Plan)

SIP এর সম্পর্কে কমবেশি অনেকেই জানেন, SWP হল SIP এর একেবারে উল্টো জিনিস। কারণ SIP এর ক্ষেত্রে আপনাকে প্রতিমাসে টাকা রাখতে হয় কিন্তু SWP এর ক্ষেত্রে আপনি উল্টে টাকা তুলতে পারবেন। কি ভাবছেন এও সম্ভব নাকি? তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Value Of Money

আরও পড়ুনঃ ১৪০ কোটি দেশবাসীর জন্য সুখবর, কমে যাবে সবার EMI! শীঘ্রই সুখবর দেবে RBI

এটি আসলে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট কিন্তু তে টাকা তোলা যাবে প্রতিমাসে। উদাহরণ স্বরূপ আপনি যদি ১০,০০,০০০ টাকার বিনিয়োগ করেন তাহলে প্রতিমাসে ১০,০০০ টাকা করে তুলতে পারবেন তারপরেও আপনি ১০ বছর বাদে একটা ভালো টাকা রিটার্ন পাবেন। তবে এর জন্য ভালো ফান্ডে ইনভেস্ট করাটা অতন্ত্য জরুরী।

একটি ভালো মিউচুয়াল ফান্ডের উদাহরণ হল SBI Equity Hybrid Fund Direct Plan Growth। এটী বিগত দশ বছরে গড়ে ১৫% রিটার্ন পেয়েছেন। সেই অনুযায়ী আপনিও যদি এই ফান্ডে টাকা লাগান তাহলে আগামী ১০ বছর প্রতিমাসে ১০,০০০ টাকা করে তুলতে পারবেন। একইসাথে ১০ বছর পর ১৪,৪৫,৮৩১ টাকা পাবেন।

বিঃদ্রঃ এই সম্পূর্ণ প্রতিবেদনটি তথ্য দেওয়ার জন্য। নিউজশর্ট কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা সংস্থা নয়। তাই যেকোনো বিনোয়োগ করার ক্ষেত্রে ভালো করে ভেবেচিন্তে গবেষণা করে তবেই সিদ্ধান্ত নেবেন। এই ধরণের বিনিয়োগে বাজারজাত ঝুঁকি থাকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X