Indian Railways

Indian Railways: টিকিট কাটার লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ! আরও সস্তায় টিকিট দিচ্ছে রেল

নিউজ শর্ট ডেস্ক: ট্রেনে (Train) সফর করতে কার না ভালো লাগে! খুব কম সময়ের মধ্যে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রেনের থেকে আদর্শ পরিবহন মাধ্যম আমাদের দেশে আর কিছু নেই। কাছের হোক কিংবা দূরের যে কোনো গন্তব্যস্থলে যাওয়ার জন্য ভারতীয়দের কাছে একমাত্র ভরসার পরিবহন মাধ্যম ট্রেন।

এ কারণেই ভারতীয় রেলকে আমাদের দেশের লাইফ লাইন বলা হয়। তবে ট্রেনে সফর করার জন্য যাত্রীদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।  যার মধ্যে অন্যতম ট্রেনের টিকিট (Ticket)। এই টিকিট ছাড়া ট্রেনে সফর করা আইনত অপরাধ। তাই এই নিয়ম লঙ্ঘন করলে হতে পারে কড়া  শাস্তি।

কিন্তু অধিকাংশ সময় দেখা যায় হাতের সীমিত সময় নিয়ে ট্রেন ধরতে বেরোনোর আগে টিকিট কাটতে গিয়ে নাজেহাল অবস্থা হয় ট্রেন যাত্রীদের। অনেকে আবার টিকিট কাটার লম্বা লাইন দেখে ট্রেন মিস করার ভয়ে ঠিক বিনা টিকিটেই ট্রেনে উঠে যান। মূলত লোকাল ট্রেনের ক্ষেত্রেই এমনটা বেশি দেখা যায়।

ইউটিএস,UTS,ট্রেন,Train,টিকিট,Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে যাত্রীদের এই হয়রানি দূর করতেই এবার ভারতীয় রেলের তরফ থেকে একটি সহজ উপায় আনা হয়েছে। এক্ষেত্রে যাত্রীরা লাইনে না দাঁড়িয়েই  টিকিট পেয়ে যেতে পারবেন খুব সহজে। আর এক্ষেত্রে সাধারণ টিকিটের থেকেও অনেক কম দামে টিকিট পাওয়া যায়। আর এইভাবে টিকিট কাটলে সাধারণ টিকিটের দামের থেকেও কম দামে টিকিট পাওয়া যায়।

আরও পড়ুন: শৌচালয়ের দুর্গন্ধের অভিযোগ ধুয়ে মুছে সাফ! যাত্রীদের জন্য নতুন পদক্ষেপ নিল ভারতীয় রেল

এবার যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ সুবিধা এনেছে ভারতীয় রেল। এইভাবে ডিজিটাইজেশনের দিকে আরও একধাপ এগিয়ে যাচ্ছেন ভারতীয়রা। সম্প্রতি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন এবং মথুরা জংশনে মোবাইল অ্যাপ্লিকেশন ইউটিএস-এর (UTS) মাধ্যমে অসংরক্ষিত টিকিট কাটার জন্য একটি সচেতনতা মূলক প্রচার চালানো হয়েছিল।

ইউটিএস,UTS,ট্রেন,Train,টিকিট,Ticket,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই প্রচারের মাধ্যমে যাত্রীদের আগ্রা ক্যান্টনমেন্ট এবং মথুরা জংশন স্টেশনে মোবাইল অ্যাপ্লিকেশনে UTS-এর মাধ্যমে টিকিট কিনতে উৎসাহিত করা হয়। আগামীদিনে এই ইউটিএস ব্যবহার করে টিকিট কাটার অভ্যাস তৈরী হলে সময় বাঁচানোর পাশাপাশি লাইনে দাঁড়ানোর সময় পণ্যের নিরাপত্তা, খুচরো টাকার সমস্যা থেকে মুক্তি মিলবে। সবথেকে মজার বিষয় হল এইভাবে টিকিট কাটলে যাত্রীরা ভাড়ায় তিন শতাংশ ছাড় পাবেন।

Avatar

anita

X