অ্যানাকোন্ডা,কুমির,লড়াই,ভাইরাল ভিডিও,সোশ্যাল মিডিয়া,Anaconda,Crocodile,Viral Video,Social Media,Fight

Moumita

অ্যানাকোন্ডার কবলে প্রকান্ড এক কুমির, হাড়হিম করা ভিডিও দেখে ভয়ে কাঁপছে নেটদুনিয়া, রইল ভিডিও

মস্ত এক অ্যানাকোনন্ডা পেঁচিয়ে ধরলো এক বিরাট কুমীরের গলা। আর সম্প্রতিই এই শ্বাসরুদ্ধকর ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চাঞ্চল্যকর এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভয়ে রীতিমত আঁতকে উঠছে লোকজন।

   

ভিডিওতে দেখা যাচ্ছে, এক হলুদ অ্যানাকোন্ডার প্যাঁচে আটকে পড়েছে এক আস্ত কুমীর। নিজের শরীর দিয়ে কুমীর টিকে আষ্টেপৃষ্টে পেঁচিয়ে চেপে রেখেছে অ্যানাকোন্ডাটি। শ্বাস অবদি নিতে পারছেনা কুমীরটি। মাঝেমাঝে শ্বাস নেওয়ার জন্য হাঁ করলেও অ্যানাকোন্ডার চাপে আর সম্ভব হচ্ছেনা সেটা।

কোথাও কিছু না পেয়ে মাঝে মাঝেই ডুব দিচ্ছে জলে, কিন্তু আবার জল থেকে মাথা তুললেই টের পাচ্ছে যে সে এখনও রয়েছে অ্যানাকোন্ডার করাল কবলেই। সম্প্রতি দুই বন্য প্রাণীর বাঁচা মরার এই রুদ্ধশ্বাস ভিডিও দেখে শ্বাস আটকে যাওয়ার জোগাড় সকলের।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই কুমীরটির জন্য প্রার্থনা শুরু করে দেয় মানুষ। এরই মধ্যে দেখা যায় জলে ডুবে যায় কুমীরটি। আর তাতেই হয়ে যায় কার্যসিদ্ধি‌। অ্যানাকোন্ডা কুমীরের গলা থেকে নেমে চলে গেছে গর্তে। ভিডিওটি ভাইরাল হতেই খোঁজ খবর নিয়ে জানা যায় এটি আসলে গত বছর সেপ্টেম্বরের ঘটনা।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে হাড় হিম করা এই দৃশ্য রীতিমত শোরগোল ফেলেছে নেটিজেনদের মধ্যে। তবে এর সাথে সাথে সবাই ঐ মহিলার স্নায়ুর জোরেরও প্রশংসা না করে পারছেনা যিনি ৪০ মিনিট ধরে দুই বন্য প্রাণীর এই লড়াইকে ক্যামেরা বন্দী করেছেন।

জানা যাচ্ছে মহিলাটি মার্কিন মুলুকের বাসিন্দা। তিনি হঠাৎ করেই এমন বিরল দৃশ্যের সম্মুখীন হয়ে আর চোখ ফেরাতে পারেননি। ভয়ে আতঙ্কিত হয়েও ক্যামেরা বন্দী করেছেন প্রতিটি মুহুর্ত। আর সেই ভিডিওটিই এখন পৌঁছে গেছে কোটি কোটি মানুষের কাছে।