Godhuli Alap

Moumita

‘আমরা TRP দিতে পারিনি’, ‘গোধূলি আলাপ’র শেষ দিন আক্ষেপ নোলক-কৌশিকের

আর পাঁচটা ধারাবাহিক (Bangla Serial) থেকে একটু ভিন্ন ছকে আঁকা হয়েছিল ‘গোধূলি আলাপ’র (Godhuli Alap) গল্প। অসম বয়সী প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা। আর এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছিলেন দাপুটে অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen) । অভিনেতার বিপরীতে নোলকের (Nolok) ভূমিকায় দেখা যাচ্ছিল নবাগতা নায়িকা সোমু সরকারকে (Somu Sarkar) ।

   

প্রথমদিকটা ভালো টিআরপি তুলতে সক্ষম হলেও শেষের দিকে পড়ে আসছিল ধারাবাহিকের টিআরপি। এক বছর তিন মাসের সফরে অবশেষে ইতি পড়ে এই গল্পে। সূত্রের খবর, আগামী ৪ঠা জুন টিভির পর্দায় শেষবার দেখা যাবে ‘গোধূলি আলাপ’। গত মঙ্গলবার শেষ দিনের শুটিং-ও শেষ হয়ে গেল। এইদিন শুটিং সেটে উপস্থিত ছিলেন খোদ পরিচালক রাজ চক্রবর্তী।

এইদিন শুটিং শেষে নোলক ওরফে সোমুর চোখের জল আটকায় কে? সকলে সান্ত্বনা দিয়েও চুপ করাতে পারল না সোমুকে। রাজ বলেন, ‘আমি অনেক প্রোজেক্ট করেছি, তবে গোধূলি আলাপ আমার কাছে খুব স্পেশ্যাল। আমি নিয়ম করে দেখতাম। প্রত্যেকের অভিনয় এত সুন্দর, কোনওদিন কোনও সমস্যায় পড়িনি। গোধূলি আলাপ প্রায় দেড় বছর চলছে, এরপর আর টানলে আপনারা আর পছন্দ করতেন না। তাই এটা (গোধূলি আলাপ শেষ করার) আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত। আমরা আবার নতুন কিছু নিয়ে ফিরে আসব’।

কৌশিক সেনের কথায়, ‘দর্শকরা এই শো-এর স্তম্ভ ছিল। আমরা সেই অর্থ টিআরপি দিতে পারিনি। আমি মনে করি শিল্পী হিসাবে সবার একটা দায়িত্ব থাকে, সেই জায়গাটা দর্শকরা পুষিয়ে দিয়েছেন।’ পাশাপাশি তিনি আরো মনে করিয়ে দেন যে, স্লট পরিবর্তন হওয়ার পরেও স্লট লিডার থেকেছে এই মেগা। কৌশিক সেনের কথায়, বাংলা টেলিভিশনে এই ধরণের কাজ আরো বেশি করে হওয়া উচিত।

নোলক ওরফে সোমু বলেন, ‘আমি যেদিন কৌশিক স্যার, সোহাগ ম্যামের নাম শুনেছিলাম, আমার হাত পা কাঁপছিল।’ সাথে গোধূলি আলাপের সমস্ত কলাকুশলীদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। এমনকি কাঁদতে কাঁদতে ভুল উচ্চারণও করে ফেলেন তিনি। তার মুখে ‘রাজ স্যার আমাকে’ আশ্বস্ত করতের জায়গায় আশ্বস্ত দিতে বলে’ শুনে হাসির ঢেউ ওঠে শুটিং সেটে।