Gold and Silver Price today Gold Price increased Silver Price Decreased see what is rate in Kolkata

পুজোর আগেই কমল সোনার দাম, আজ কত হল কলকাতায়? জানুন সোনা-রুপার রেট

নিউজশর্ট ডেস্কঃ সোনা হল এমন একটা ধাতু যেটা একদিকে যেমন নারীর সৌন্দর্য্য বৃদ্ধি করে তেমনি আর্থিক সমৃদ্ধিও আনে। যে কোনো শুভ কাজেই সোনা ব্যবহার করা হয়ে থাকে, সাথে উপহার হিসাবেও সোনা দিতে পছন্দ করেন লোকে। অন্যদিকে বিনিয়োগের দিক থেকেও সোনা সবচেয়ে নিরাপদ বলে মনে করেন সকলে। তাই সর্বদাই সোনার ডিমান্ড হাই থাকে বাজারে। আজ যদি আপনি সোনা কিনতে চান তাহলে খরচ হবে কত? চলুন দেখে নেওয়া যাক।

আজ অর্থাৎ ২১শে অগাস্ট কলকাতায় যদি আপনি ১ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে ৬৬৫৯ টাকা। আর যদি ১০ গ্রাম সোনা কিনতে চান তাহলে ৬৬৫৯০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ গতকালের তুলনায় ১০০  টাকা কমেছে মূল্যবান হলুদ ধাতুর দাম।

তবে ২৪ ক্যারেট সোনা কিনতে চাইলে গ্রামপ্রতি ৭২৬৪ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭২ হাজার ৬৪০ টাকা। এক্ষেত্রেও দাম গতকালের তুলনায় ১০০ টাকা কমেছে দেখা যাচ্ছে।

আপনি যদি ১৮ ক্যারেট গহনা সোনা কিনতে চান তাহলে প্রতিগ্রামের জন্য ৫৪৪৮ টাকা খরচ করতে হবে। আর ১০ গ্রাম কিনতে চাইলে ৫৪ হাজার ৪৮০ টাকা দাম পড়বে। যেটা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

আরও পড়ুনঃ পাহাড়-ঝর্ণা-জঙ্গলের অপূর্ব মেল, রইল কলকাতার কাছেই সব পেয়েছির দেশের ঠিকানা

সোনার পর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ধাতু হল রুপা। অত্যাধিক দাম হওয়ার কারণে সোনার বদলে রুপার গয়না পছন্দ করছেন অনেকেই। আপন যদি আজ কলকাতায় রুপা কিনতে চান তাহলে ১০০ গ্রামের জন্য ৮৭১০ টাকা খরচ হবে আর কেজি প্রতি ৮৭ হাজার ১০০ টাকা লাগবে। অর্থাৎ গতকালের তুলনায় আজ রুপার দাম ১০০ টাকা বেড়ে গিয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X