Gold and Silver Price in kolkata today

দেওয়ালিতেই পকেট ফাঁকা! রেকর্ড গড়ল সোনা, আজ কলকাতায় ১০ সোনার দাম কত?

পার্থ মান্নাঃ সামনেই দিওয়ালি ও ধনতেরস, এই সময় অনেকেই সোনা কিনতে পছন্দ করেন। তবে সোনার দাম হু হু করে বেড়ে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে। দীপাবলির আগেই ৮০ হাজারের গন্ডি পারবে সোনা। এদিকে রুপার দামও উর্ধমুখী। তাই আপনি যদি সোনা বা রুপা কেনার কথা চিন্তা করেন আগে থেকেই দাম দেখে নেওয়া উচিত। চলুন দেখে নেওয়া যাক আজকে কলকাতায় সোনা ও রুপার দাম চলছে কত।

আজ কলকাতাও সোনার দাম

আপনি যদি আজ কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য আপনাকে ৭৩০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরীর জন্য ৭৩ হাজার টাকা খরচ করতে হবে। আর ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৩০ হাজার টাকা খরচ হবে। অর্থাৎ বিগত ২৪ ঘন্টায় ১০ গ্রামের জন্য ২০০ টাকা ও একশো গ্রামের জন্য ২০০০ টাকা দাম বেড়েছে।

অবশ্য যদি একেবারে খাঁটি বা ২৪ ক্যারেট সোনা কিনতে চান সেক্ষেত্রে দাম আরেকটু বেশি লাগবে। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার জন্য ৭৯৬৪ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১ ভরী বা ১০ গ্রামের জন্য ৭৯ হাজার ৬৪০ টাকা খরচ হবে। আর একশো গ্রামের জন্য ৭ লক্ষ ৯৬ হাজার ৪০০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও ২৪ ঘন্টায় ২২০ টাকা ও একশো গ্রামের জন্য ২২০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

চাইলে সস্তাতেও সোনা কেনা যেতে পারে। সেক্ষেত্রে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। এক্ষেত্রে আপনার ১ গ্রাম সোনার দাম পড়বে ৫৯৭৩ টাকা। সেই হিসাবে ১০ গ্রাম বা ১ ভরী সোনার জন্য দাম পড়বে ৫৯ হাজার ৭৩০ টাকা। একশো গ্রামের জন্য ৫ লক্ষ ৯৭ হাজার ৩০০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও দশ গ্রামে ১৬০ টাকা আর একশো গ্রামে ১৬০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

আজ কলকাতায় রুপার দাম

আর কিছুদিনের মধ্যেই সোনার দাম ৮০ হাজারের গন্ডি পেরিয়ে যাবে। এমতাবস্থায় অনেকেই সোনা ছেড়ে রুপার গহনা কেনা পছন্দ করছেন। তাই আপনিও যদি সোনার বদলে রুপা কিনতে চান সেক্ষেত্রে আজ আপনাকে ১ লক্ষ ১ হাজার টাকা কেজি দরে রুপা কিনতে হবে। সেক্ষেত্রে ১০ গ্রামের জন্য ১০১০ টাকা ও ১০০ গ্রামের জন্য ১০১০০ টাকা খরচ করতে হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X