Gold Price at Kolkata Today hike in gold and silver price see todays rates

সস্তার দিন শেষ! একঝটকায় বাড়ল সোনার দাম, দেখুন আপনার এলাকায় আজ সোনা-রুপার রেট কত?

নিউজশর্ট ডেস্কঃ সোনা হল এমন একটা ধাতু যার চাহিদা সারাবছরই রয়েছে। শুভ অনুষ্ঠান হোক বা বিনিয়োগের জন্য সোনা কিনতে সর্বদাই মুকিয়ে থাকেন সকলে। বিশেষ করে দাম যদি কমতে শুরু করে তাহলেই ভিড় জমে দোকানে। উৎসবের মরশুমের আগে আপনিও কি সোনা কিনতে চান? তাহলে দেখে নিন আজ আপনার এলাকায় সোনা ও রুপার রেট কত (Gold and Silver Rates today)

আজ কলকাতায় সোনার দাম

আজ আপনি যদি কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আপনাকে ১ গ্রামের জন্য ৬৭২০ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১০ গ্রাম বা ১ ভরী ২২ ক্যারেট সোনার আজকের দাম ৬৭ হাজার ২০০ টাকা। অৰ্থাৎ প্রতি গ্রামে সোনার দাম ৫১ টাকা ও ১০ গ্র্রামে ৫১০ টাকা বেড়েছে।

কিন্তু আপনি যদি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আরও বেশি খরচ হবে। ১ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার জন্য ৭৩৩১ টাকা দাম দিতে হবে। সেই হিসাবে ১০ গ্রাম সোনা কিনতে হলে ৭৩ হাজার ৩১০ টাকা খরচ হবে। অর্থাৎ গতকালের তুলনায় ১ গ্রাম সোনা ৫৫ টাকা ও ১০ গ্রাম সোনার দাম ৫৫০ টাকা বেড়ে গিয়েছে।

তবে সস্তায় সোনা কিনতে চাইলে ১৮ ক্যারেট সোনা একটি ভালো অপশন হতে পারে। এক্ষেত্রে ১ গ্রামের জন্য খরচ হবে ৫৪৯৮ টাকা। এই হিসেবে ১ ভরী বা ১০ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম হচ্ছে ৫৪ হাজার ৯৮০ টাকা। এক্ষেত্রেও গ্রাম প্রতি ৪২ টাকা ও ১০ গ্রামে ৪২০ টাকা বেড়েছে সোনার দাম।

আরও পড়ুনঃ পুজোর আগে বাড়ল ফ্রি রেশনে চাল-গমের পরিমাণ? দেখুন এমাসে আপনার কার্ডে

আজ কলকাতায় রুপার দাম

সোনা ছাড়াও বাজারে যে ধাতুর চাহিদা দিন দিন বেড়েই চলেছে সেটি হল রুপা। গয়না তৈরির জন্য হোক বা ভবিষ্যতের যে অন্য সঞ্চয়ের জন্য রুপা বেশ জনপ্রিয়তা পাচ্ছে। আজ আপনি যদি সোনা কেনার কথা ভাবেন তাহলে দশ গ্রাম রুপার জন্য ৮৭০ টাকা লাগবে। অর্থাৎ আজ ১ কেজির রুপার দাম ৮৭,০০০ টাকা। গতকালের তুলনায় ২০০০ টাকা দাম বেড়ে গিয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X