Gold Price decreased again See what is Gold and Silver Rates today

দীপাবলির আগেই ৮০হাজার ছুঁইছুঁই সোনা, আদৌ কমবে দাম! আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কত?

পার্থ মান্নাঃ শুভ অনুষ্ঠান হোক বা উৎসব সোনা উপহার হিসাবে যেমন সমাদৃত হয় তেমনি বিনিয়োগের দিক থেকেও স্বর্ণালী এই ধাতু সেরা বলে মনে করা হয়। তবে ইদানিং সোনার দাম যে হারে ঊর্ধ্বমুখী হয়েছে তাতে সকলেই কিছুটা হলেও অবাক। আর কিছুদিনের মধ্যেই হয়তো ৮০ হাজার পার করবে ১০ গ্রাম সোনার দাম। তবে আজ যদি সোনা কিনতে চান তাহলে খরচ হবে কত? চলুন দেখে নেওয়া যাক কলকাতায় সোনা ও রুপার দাম কত।

আজ কলকাতায় সোনার দাম

আজ আপনি যদি কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য ৭২৮০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭২ হাজার ৮০০ টাকা খরচ করতে হবে। আর ১০০ গ্রাম কিনতে হলে ৭ লক্ষ ২৮ হাজার টাকা খরচ করতে হবে। তবে ভালো খবর হল এটাই যে বিগত ২৪ ঘন্টায় দামের কোনো পরিবর্তন হয়নি।

অবশ্য যদি একেবারে খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতি গ্রামের জন্য আরও একটু বেশি খরচ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ১ গ্রামের জন্য ৭৯৪২ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৭ ৯ হাজার ৪২০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৯৪ হাজার ২০০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রেও সোনার দামের কোনো পরিবর্তন হয়নি।

তবে সস্তায় সোনা কিনতে চাইলে সেই সুযোগও রয়েছে। এক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ৫৯৫৭ টাকা অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরীর দাম হবে ৫৯ হাজার ৫৭০ টাকা ও ১০০ গ্রামের দাম হবে ৫ লক্ষ ৯৫ হাজার ৭০০ টাকা। এক্ষেত্রেও বিগত ২৪ ঘন্টায় দামের কোনো বদল হয়নি।

আজ কলকাতায় রুপার দাম

সোনার যে হারে দাম বেড়েছে তাতে অনেকেরই ধরা ছোঁয়ার বাইরে পৌঁছে গিয়েছে। তাই আজকাল অনেকে রুপার গহনা করতেও পছন্দ করছেন। সেক্ষেত্রে আপনি যদি আজ রুপা কিনতে চান তাহলে আপনাকে ৯৯ হাজার ৫০০ টাকা কেজিতে রুপা কিনতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৯৯৫ টাকা ও ১০০ গ্রামের জন্য ৯৯৫০ টাকা দাম পড়বে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X