Gold price decreased in first day of the week see What is Gold and Silver Rate in Kolkata

অবশেষে একধাক্কায় অনেকটা কমল সোনার দাম! আজ কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কত?

পার্থ মান্নাঃ সপ্তাহের প্রথম দিনেই সোনার দাম কিছুটা কমেছে। যেটা দেখে হাসি ফুটেছে আমজনতার মুখে। আসলে এমাসের প্রথম দিকে সোনার দাম অনেকটা কমছিল। কিন্তু অল্প কিছুদিনেই লাফিয়ে লাফিয়ে বেড়ে সেটা ৭০ হাজারের গন্ডি পার করেছে। যদিও তাতে বিক্রিতে খুব একটা ভাটা পড়েনি। কারণ কমবেশি সকলেই জানেন যে সোনার চাহিদা বাড়বে বই কমবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার রেট কত।

আজ কলকাতায় সোনার দাম

আজকে যদি আপনি ২২ ক্যারেট সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে ১ গ্রামের জন্য আপনাকে ৭০৮০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭০ হাজার ৮০০ ও একশো গ্রামের জন্য ৭ লক্ষ আট হাজার টাকা খরচ করতে হবে। এক্ষত্রে বলে রাখা ভালো গতকালের তুলনায় আজ সোনার দাম দশ গ্রামে ১৫০ টাকা ও ১০০ গ্রামে ১৫০০ টাকা কমেছে।

এবার আপনি যদি আরও খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতি গ্রামের জন্য ৭৭২৪ টাকা খরচ করতে হবে। এর অর্থ হল দশ গ্রাম বা এক ভরী সোনার দাম আজ ৭৭ হাজার ২৪০ টাকা। আর একশো গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৭২ হাজার ৪০০ টাকা। তবে এক্ষেত্রেও গতকালের তুলনায় দাম দশ গ্রামে ১৬০ টাকা ও একশো গ্রামের জন্য ১৬০০ টাকা কমেছে।

তবে সস্তায় সোনা কিনতে চাইলে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। সেক্ষেত্রে ১ গ্রাম সোনার জন্য ৫৭৯৩ টাকা দাম পড়বে। সেই হিসাবে ১ ০ গ্রাম সোনার দাম হবে ৫৭ হাজার ৯৩০ টাকা ও ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৫ লক্ষ ৭৯ হাজার ৩০০ টাকা। তবে ভালো কথা হল এই যে গতকালের তুলনায় দশ গ্রামে দাম ১২০ টাকা ও একশো গ্রামের জন্য ১২০০ টাকা কমেছে।

আজ কলকাতায় রুপার দাম

সোনার দাম হু হু করে বেড়ে যাওয়ার দরুন অনেকেই রুপা কেনার দিকে ঝুঁকেছেন। তাই আপনিও চাইলে রুপার গহনা কিনতেই পারেন। আজ যদি কলকাতায় রুপা কেনেন তাহলে দশ গ্রামের জন্য ৯৪৯ টাকা ১০০ গ্রামের জন্য ৯৪৯০ টাকা ও ১ কেজির জন্য ৯৪৯০০ টাকা খরচ হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X