Gold Price decreased again See what is Gold and Silver Rates today

৫৬,০০০ টাকাতেই মিলবে ১ভরী, না নিলেই লস! আজ কলকাতায় সোনার দাম কত জানেন?

পার্থ মান্নাঃ সোনার দাম সারাবছরই ওঠানামা করতে থাকে, তবে বিক্রি থামে না কখনোই। এবছর গণেশ চতুর্থীর সময় অনেকটাই কমেছিল হলুদ ধাতুর দাম, সেই কারণে বেশ ভিড় জমেছিল স্বর্ণ ব্যবসায়ীদের দোকানেও। তবে এরপর কিছুদিন হু হু করে বাড়ে দাম। তবে এবার ফের সুখবর মিলল। লাগাতার ২ দিন ধরে কমছে সোনার দাম। আজও একধাক্কায় অনেকটাই কমেছে। তাই আজ যদি সোনা কেনার প্ল্যান থাকে দেখে নিন কলকাতায় কত চলছে সোনা ও রুপার রেট।

আজ কলকাতায় সোনার দাম

আজকে আপনি যদি ২২ ক্যারেট সোনা কিনতে যান, তাহলে কলকাতায় ১ গ্রাম সোনার দাম পড়বে ৬৮৫০ টাকা। অর্থাৎ ১ ভরী বা ১০ গ্রাম সোনার দাম হবে ৬৮ হাজার ৫০০ টাকা। যেটা গতকালের তুলনায় ১৫০ টাকা কমেছে। আর ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৮৫ হাজার টাকা, যেটা গতকালের তুলনায় ১৫০০ টাকা কমেছে।

আর যদি একেবারে খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আপনাকে প্রতি গ্রামের জন্য ৭৪৭৩ টাকা খরচ করতে হবে। যার অর্থ ১০ গ্রামের জন্য লাগবে ৭৪ হাজার ৭৩০ টাকা। যেটা গতকালের তুলনায় ১৬০ টাকা কম। আর যদি ১০০ গ্রাম কেনেন তাহলে লাগবে ৭ লক্ষ ৪৭ হাজার ৩০০ টাকা। যেটা গতকালের তুলনায় ১৬০০ টাকা কম।

তবে সস্তায় যদি সোনা কিনতে চান তাহলে আপনাকে ১৮ ক্যারেট সোনাই নিতে হবে। এক্ষেত্রে ১ গ্রাম সোনার দাম পড়বে ৫৬০৫ টাকা। আর্থার ১ ভরী বা ১০ গ্রামের দাম পড়বে ৫৬ হাজার ০৫০ টাকা আর ১০০ গ্রামের দাম পড়বে ৫ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা। এখত্রেও সোনার দাম গতকালের তুলনায় দশ গ্রামে ১২০ টাকা ও একশো গ্রামে ১২০০ টাকা কমেছে।

আরও পড়ুনঃ নামমাত্র সুদে ৩০,০০০ টাকা লোন দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এখুনি আবেদন করুন মহিলা সমৃদ্ধি যোজনায়

আজ কলকাতায় রুপার দাম

সোনা না কিনতে চাইলে রুপার গয়নাও অনেকেই কিনছেন। এটা একদিকে যেমন দামে অনেকটাই কম তেমনি রুপোর গয়নাও দেখতে বেশ লাগে। তাই আজ যদি আপনি কলকাতায় রুপা কিনতে চান তাহলে ১০০ গ্রামের জন্য ৯১০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজ ৯১,০০০ টাকা কেজি রুপা। যেটা গতকালের তুলনায় আজ ১০০০ টাকা সস্তা হয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X