পার্থ মান্নাঃ উরসবের মরশুম শেষ হলেও সামনেই বিয়ের মরশুম। এই সময় বিয়ের জন্য হোক বা উপহার দেওয়ার জন্য সোনার বিক্রি বেড়ে যায়। আপনিও কি সোনা কেনার কথা ভাবছেন? তাহলে আগে থেকে দাম জানা থাকলে অনেকটাই সুবিধা হয়। দীপাবলির পর কিছুটা নিম্নমুখী ছিল সোনার দাম (Gold Price), আজ কি হল কমল নাকি বাড়ল? চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার দাম কত।
আজ কলকাতায় সোনার দাম
আজকে যদি আপনি কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য আপনাকে ৭৩৬৯ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৭ ৩ হাজার ৬৯০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৩৬ হাজার ৯০০ টাকা খরচ করতে হবে। তবে বিগত ২৪ ঘন্টায় সোনার দাম দশ গ্রামের জন্য ১০ টাকা ও একশো গ্রামের জন্য ১০০ টাকা কমানো হয়েছে বলে জানা যাচ্ছে।
অবশ্য যদি খাঁটি ২ ৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে খরচ আরও একটু বাড়বে। এক্ষেত্রে ১ গ্রাম সোনার দাম পড়বে ৮০৩৯ টাকা। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৮০ হাজার ৩৯০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৮ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা খরচ হবে। তবে এক্ষেত্রেও সোনার দাম অল্প কমেছে। দশ গ্রামে ১০ টাকা ও একশো গ্রামের জন্য ১০০ টাকা দাম কমানো হয়েছে।
এই দুটি কোয়ালিটিতে সোনা ছাড়াও কম দামের মধ্যে ১৮ ক্যারেট সোনা কিনতে পারেন, তাহলে দাম একটু কম পড়বে। আজ কলকাতায় ১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬০২৯ টাকা। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৬০ হাজার ২৯০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ২ হাজার ৯০০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও দাম দশ গ্রামের জন্য ১০ টাকা ও একশো গ্রামের জন্য ১০০ টাকা কমানো হয়েছে।
আজ কলকাতায় রুপার দাম
সোনা না হলেও আজকাল অনেকে সাধ্যের মধ্যে রুপা কিনতে পছন্দ করছেন আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে জেনে রাখুন আজ কলকাতায় রুপা ৯৭,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। অর্থাৎ ১০ গ্রাম রুপা কিনতে ৯৭০ টাকা ও ১০০ গ্রাম রুপার জন্য ৯৭০০ টাকা খরচ পড়বে।