পার্থ মান্নাঃ উৎসবের মরশুমের শুরু থেকেই সোনার দাম হু হু করে বেড়েচলেছিল। তবে সেদিক থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে দীপাবলি পেরোতেই বেশ খানিকটা কমেছে সোনার দাম। তাছাড়া সামনেই বিয়ের সিজেন তাই কম দাম থাকাকালীন সোনা কিনে নিতে চাইছেন অনেকেই। আপনিও কি আজ সোনা কেনার প্ল্যান করছেন? তাহলে চলুন দেখে নেওয়া যাক কলকাতায় কত চলছে সোনা ও রুপার দাম।
আজ ২২ ক্যারেট সোনার দাম
আজকে যদি আপনি কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতিগ্রামের জন্য ৭৩৬৬ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭৩ হাজার ৬৬০ টাকা খরচ হবে, আর ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৩৬ হাজার ৬০০ টাকা লাগবে। তবে আজ দশ গ্রাম সোনার দাম ১০ টাকা ও একশো গ্রাম সোনার দাম ১০০ টাকা বেড়ে গিয়েছে।
আজ ২৪ ক্যারেট সোনার দাম
একেবারে খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনার গহনা কিনতে চান? তাহলে আরেকটু বেশি খরচ হবে। ১ গ্রামের জন্য ৮০৩৬ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৮০ হাজার ৩৬০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৮ লক্ষ ৩ হাজার ৬০০ টাকা খরচ পড়বে। তবে এক্ষেত্রেও দশ গ্রামের জন্য ১০ টাকা ও একশো গ্রামের জন্য ১০০ টাকা দাম বেড়েছে।
আজ ১৮ ক্যারেট সোনার দাম
তবে একটু সস্তায় যদি সোনা কিনতে চান তাহলে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে। আজ কলকাতায় ১ গ্রাম আঠেরো ক্যারেট সোনা কিনতে হলে ৬০২৭ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৬০ হাজার ২৭০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ২ হাজার ৭০০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও অল্প বেড়েছে সোনার দাম।
আজ কলকাতায় রুপার দাম
সোনার বাড়তে থাকা দামের জেরে আজকাল অনেকেই সোনা ছেড়ে রুপার গহনা কিনছেন। আপনিও যদি তাদের মধ্যেই একজন হন তাহলে আজ কলকাতায় ৯৩,০০০ টাকা কেজি দরে রুপা কিনতে হবে। অর্থাৎ ১০ গ্রাম রুপার জন্য ৯৩০ টাকা ও ১০০ গ্রাম রুপার জন্য ৯৩০০ টাকা খরচ করতে হবে। তবে এক্ষেত্রে ভালো খবর হল এই যে রুপার দাম কেজিতে ৩ হাজার টাকা কমে গিয়েছে।