Huge Fall in Gold Prices see Gold and Silver Rates today

গনেশ চাতুর্থীতে হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম! কত টাকা হল ভরী? দেখুন আজ কলকাতায় সোনা-রুপার রেট

নিউজশর্ট ডেস্কঃ গনেশ চতুর্থী দিয়ে শুরু হয়েছে উৎসবের মরশুম। আর কিছুদিন মাত্র বাকি দুর্গাপুজো আসতে। এমন সময় অনেকেই জামা-কাপড়ের পাশাপাশি সোনাও কিনছেন। কারণ সদ্য ৪০০০ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। এর ফলে রীতিমত ভিড় জমেছে স্বর্ণব্যবসায়ীদের দোকানে। আপনিও কি এই সুযোগে সোনা বা রুপা কিনতে চান? তাহলে দেখে নিন আজ কলকাতায় সোনা ও রুপার রেট কত।

আজ কলকাতায় সোনার দাম

আজ আপনি যদি কলকাতায় সোনা কিনতে চান তাহলে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য ৬৬৮০ টাকা লাগবে। অর্থাৎ ১ ভরী বা ১০ গ্রামের জন্য ৬৬ হাজার ৮০০  টাকা খরচ হবে। আর ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ৬৮ হাজার টাকা লাগবে। গতকালের তুলনায় আজ দামের কোনো পরিবর্তন হয়নি।

অবশ্য যদি আপনি আরও খাঁটি সোনা কিনতে চান তাহলে ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার জন্য ৭২৮৭ টাকা খরচ হবে। একইভাবে ১০ গ্রামের জন্য ৭২ হাজার ৮৭০ টাকা লাগবে আর যদি ১০০ গ্রাম সোনা কিনতে চান তাহলে ৭ লক্ষ ২৮ হাজার ৭০০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রেও দামের কোনো হেরফের হয়নি।

তবে সস্তায় সোনা কিনতে চাইলে মধ্যবিত্ত্বের কাছে আরও একটি ভালো অপশন রয়েছে। সেটি হল ১৮ ক্যারেট সোনা। আজ কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম পড়বে মাত্র ৫৪৬৬ টাকা। তাহলে ১ ভরী বা ১০ গ্রামের জন্য খরচ হবে ৫৪ হাজার ৬৬০ টাকা ও ১০০ গ্রামের জন্য লাগবে ৫ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা। খুশির কথা হল এক্ষেত্রেও দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুনঃ মোটেই বরদাস্ত কর হবে না কাজে ফাঁকি! শনিতেই সরকারি কর্মীদের উদ্দেশ্যে কড়া নির্দেশিকা নবান্নর

আজ কলকাতায় রুপার দাম

সোনা যদি অতিরিক্ত দামি হয়ে থাকে তাহলে রুপাও কিনতে পারেন। আজকাল সোনার গয়নার পর রুপার গয়নাও বেশ ট্রেন্ডি ফ্যাশন হয়ে উঠেছে। আজ যদি কলকাতায় সোনা কিনতে চান তাহলে আপনাকেই ১০০ গ্রামের জন্য ৮৪৫০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজ ৮ই সেপ্টেম্বর কলকাতায় রুপা ৮৪ হাজার ৫০০ টাকা কেজি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X