Gold Price Today at kolkata see gold and silver rates

পুজোর আগে বাম্পার অফার! আরও সস্তা সোনা, দেখুন আপনার এলাকায় সোনার দাম কত?

নিউজশর্ট ডেস্কঃ আর কিছুদিন পরেই দুর্গাপুজো। উৎসবের মরশুমে অনেকেই গয়না কেনাকাটি করতে পছন্দ করেন। তাছাড়া বিগত কয়েক দিনে সোনার দাম অনেকটাই কমেছে যার জেরে বিক্রি বেড়েছে বলে যাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরাও। এরইমধ্যে ফের সুখবর মিলল গ্রাহকদের জন্য। আজ ২ রা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই ফের কমল সোনার দাম। কলকাতায় ১৮, ২২ বা ২৪ ক্যারেট সোনা কিনতে হলে দাম পড়বে কত? চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার রেট।

আজ কলকাতায় সোনার দাম

আজ আপনি যদি কলকাতায় ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আপনাকে ৬৬৭০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরী সোনা কিনতে হলে ৬৬ হাজার ৬৭০ টাকা খরচ হবে। অর্থাৎ গতকালের তুলনায় আজ ১০ গ্রামের জন্য দাম কমেছে ২৫০ টাকা। তাই যারা সোনা কেনার জন্য দাম কমার অপেক্ষা করছিলেন তাঁরা আজই দোকানে যেতে পারেন।

এবার যদি আপনি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আপনাকে ১ গ্রামের জন্য ৭২২৭ টাকা খরচ করতে হবে। আর ১ ভরী বা ১০ গ্রামের জন্য ৭২ হাজার ৭৭০ টাকা লাগবে। এক্ষেত্রেও দেখা যাচ্ছে সোনার দাম ২৭০ টাকা কমেছে ১০ গ্রামের জন্য। আর যদি ১৮ ক্যারেট গহনা সোনা কিনতে চান সেক্ষেত্রে প্রতি গ্রামের জন্য ৫৪৫৭ টাকা খরচ করতে হবে। সেই হিসাবে ১ ভরী সোনার জন্য লাগবে ৫৪ হাজার ৫৭০ টাকা। যেটা গতকালের তুলনায় ২১০ টাকা কম।

আজ কলকাতায় রুপার দাম

সোনার পর সবচেয়ে জনপ্রিয় ধাতু হল রুপা। আপনি যদি রুপা কিনতে চান তাহলে জানিয়ে রাখি আজ কলকাতায় ১০০ গ্রাম রুপার দাম ৮৬৯০ টাকা অর্থাৎ ৮৬ হাজার ৯০০ টাকা কেজি। যেটা গতকালের তুলনায় ১০০ টাকা কম। তাই সোনা হোক বা রুপা আজ যাই কিনতে যাবেন সেটাই সস্তায় পেয়ে যাবেন বলা যেতেই পারে।
Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X