Gold Price Today at kolkata see gold and silver rates

রাখির আগেই আবারও বাড়ল রেট! আজ কলকাতায় সোনা-রুপার রেট কত জানেন?

নিউজশর্ট ডেস্কঃ রাত পোহালেই রাখি, এই দিনে বোনেদের থেকে হাতে রাখি বাঁধে ভাই ও দাদারা। একই সাথে দেওয়া হয় উপহার। অনেকেই উপহার হিসাবে সোনা বা সোনার গয়না দিতে পছন্দ করেন। কারণ এটা একদিক নিয়ে যেমন শুভ তেমনি মূল্যবান ও প্রতিনিয়ত এর দাম বাড়তেই থাকে। তাই ভবিষ্যতে সোনা অনেক কাজে আসতে পারে। বিগত কিছুদিন সোনার দাম অনেকটাই কম ছিল কিন্তু সেটা আবারও বাড়তে শুরু করেছে। তাই কিনতে যাওয়ার আগেই জেনে নিন আজ কলকাতায় কত দাম সোনা ও রুপার (Gold and Silver Price today)?

আজ অর্থাৎ ১৮ ই অগাস্ট কলকাতায় গয়নার জন্য ২২ ক্যারেট সোনা কিনতে গেলে গ্রাম প্রতি ৬৮৫০ টাকা ও ১০ গ্রামের জন্য ৬৮৫০০ টাকা লাগবে। যেটা গতকালের তুলনায় গ্রাম প্রতি ১০০ টাকা ও প্রতি ১০ গ্রামের জন্য  ১০০০ টাকা বেশি।

আর আপনি যদি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য ৭২১০টাকা ও ১০ গ্রামের জন্য ৭২১০০ টাকা খরচ করতে হবে। যেটা গতকালের তুলনায় ১১০ টাকা প্রতিগ্রাম ও ১১০০ টাকা প্রতি ১০ গ্রাম বেশি। অর্থাৎ গতসপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে সোনার দাম।

তবে সোনার দাম আরও অনেকটাই বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই। রিপোর্ট অনুযায়ী ১০ গ্রাম সোনার দাম ৮২,০০০ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। তাই যারা এখনও সোনার কেনার কথা ভাবলেও কেনেননি ততারা শীঘ্রই কিনে ফেলুন কারণ দাম হু হু করে যে কোনো সময়েই বাড়তে পারে।

এছাড়া আপনি যদি রুপা কিনতে চান তাহলে জানিয়ে রাখি, আজ কলকাতায় রুপা ৮৬,০০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। অর্থাৎ ১০ গ্রাম রুপা কেনার জন্য ৮৬০ টাকা লাগবে। গতকালই রুপার দাম ২০০০ টাকা প্রতিকেজি বেড়েছিল। তবে আজ সেটা একই রয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ৩২০ জিবি ডেটার সাথে ১৬০ দিন আনলিমিটেড কলিং! Jio, Airtel-র হাফ দামে ধামাকা প্ল্যান আনল BSNL

প্রসঙ্গত, আপনি চাইলে প্রতিদিনের সোনার দাম আপনার নিজের মোবাইলেই পেয়ে যেতে পারেন। এর জন্য বেশি কিছু না, একটা ছোট্ট মিসকল দিতে হবে ৮৯৫৫৬৬৪৪৩৩ নাম্বারে। তাহলেই প্রতিদিন ১৮ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম SMS এর মাধ্যমে আপনার ফোনে পাঠিয়ে দেওয়া হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X