Gold Price today at kolkata you can get 10 grams of 18 carret golt at 54660 see Gold and Silver Rates

সুযোগ হারালে পস্তাবেন আজীবন! মাত্র ৫৪ হাজারে ১০ গ্রাম সোনা, আপনার এলাকায় আজ সোনার দাম কত?

নিউজশর্ট ডেস্কঃ উৎসব হোক বা শুভ অনুষ্ঠান সোনা সমস্ত ক্ষেত্রেই উপহার হিসাবে মানানসই। তাছাড়া অনেকেই ভবিষ্যতের সঞ্চয় হিসাবে সোনা কিনতে ভালোবাসেন। কারণ টাকার ভ্যালু দিন দিন কমলেও সোনার দাম কিন্তু বাড়বেই। তাই এখন কম দামে সোনা কিনে রাখলে সেটা আদতে লাভ দেবেই। গণেশ চতুর্থীর পর থেকেই অনেকটা কমেছে সোনার দাম। যার জেরে ভিড় জমেছে স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে। আপনার এলাকায় আজ সোনা রুপার রেট কত জানেন? চলুন দেখে নেওয়া যাক।

আজ কলকাতায় সোনার দাম

গয়নার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ২ ২ ক্যারেট সোনা। যদি আজ আপনি কলকাতায় বাইশ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রাম সোনার জন্য ৬৬৮০ টাকা লাগবে। অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরী জন্য ৬৬ হাজার ৮০০  টাকা খরচ হবে। আর ১০০ গ্রাম সোনার জন্য ৬ লক্ষ ৬৮ হাজার টাকা লাগবে। সুতরাং গতকালের তুলনায় আজ দামের পরিবর্তন হয়নি।

অবশ্য যদি আপনি আরও খাঁটি সোনা কিনতে চান বা ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ১ গ্রামের জন্য ৭২৮৭ টাকা খরচ হবে। ১০ গ্রামের জন্য ৭২ হাজার ৮৭০ টাকা আর ১০০ গ্রাম কিনতে চান তাহলে ৭ লক্ষ ২৮ হাজার ৭০০ টাকা খরচ করতে হবে। এক্ষেত্রেও দাম একই রয়েছে।

তবে যদি সস্তায় সোনা কিনতে চান তাহলে ১৮ ক্যারেট সোনা কিনতে পারেন। আজ কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম মাত্র ৫৪৬৬ টাকা। ১০ গ্রামের জন্য খরচ হবে ৫৪ হাজার ৬৬০ টাকা ও ১০০ গ্রামের জন্য লাগবে ৫ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা। যেটা ২২ ক্যারেটের তুলনায় অনেকটাই কম। আর এই সোনার দামও বাড়েনি তাই এখনও অনেকটাই কমে কেনা যাবে।

আজ কলকাতায় রুপার দাম

সোনার দাম না বাড়লেও রুপালি ধাতু অর্থাৎ রুপার দাম অল্প একটু বেড়েছে। গতকাল এক কেজি রুপা ৮৪ হাজার ৫০০ দাম হলেও আজ সেটা ৫০০ টাকা বেড়ে ৮৫, ০০০ টাকা লাগবে। তাই আজ যদি ১০০ গ্রাম রুপা কেনেন তার জন্য ৮৪৫০ টাকা খরচ হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X